নাওয়া-খাওয়া ভুলেছে TVS, 1000 ইলেকট্রিক স্কুটার ডেলিভারির লক্ষ্যে কাজ চলছে দিনরাত
মে মাস শুরু হতেই বৈদ্যুতিক স্কুটারের বিক্রি বাড়াতে উঠেপড়ে লেগেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। ১০ দিনে ১০টি শহরে মোট ১,০০০ ইউনিট TVS iQube-এর ডেলিভারির ম্যারাথন দৌড়ের কথা ঘোষণা করল সংস্থা। এই প্রোগ্রামের আওতায় গতকাল মোট ১০০ জন দিল্লিবাসীর হাতে আইকিউবের চাবি তুলে দিয়েছে টিভিএস। আগামী ৯ দিনে আরও ৯০০ ক্রেতাকে স্কুটার ডেলিভারির লক্ষ্যে ছুটছে সংস্থা।
TVS iQube-এর ১,০০০ মডেল ডেলিভারি দেওয়া হবে
টিভিএস সূত্রে খবর, ২০২০-তে লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত ১,০০,০০০ স্কুটার ডেলিভারি দেওয়া হয়েছে। সম্প্রতি AIS156 Phase 2 বিধি মেনে এতে ব্যাটারি দেওয়া হয়েছে। TVS iQube ও TVS iQube S-এ উপস্থিত একটি ৩.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যা থেকে ১০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।
TVS iQube ফিচার্স
টিভিএস আইকিউবের ফিচারের তালিকায় উপস্থিত, একটি ৭-ইঞ্চি টিএফটি ডিসপ্লে, রিভার্স পার্কিং এবং এইচএমআই কন্ট্রোল। স্কুটারটি SmartXonnect কানেকটেড টেকনোলজি সহ এসেছে। এছাড়া এতে আছে, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, জিওফেন্সিং এবং নেভিগেশন সিস্টেম। TVS iQube ও TVS iQube S – উভয় মডেলেই ১৭ ইঞ্চির আন্ডারসিট স্টোরেজ বর্তমান।
TVS iQube ইলেকট্রিক মোটর
iQube ও iQube S-এ দেওয়া হয়েছে একটি বিএলডিসি ইলেকট্রিক মোটর, যা থেকে ৬ বিএইচপি শক্তি এবং ১৪০ এনএম টর্ক উৎপন্ন হয়। উভয় ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭৮ কিলোমিটার। দুটি স্কুটারেই একটি ৬৫০ ওয়াট চার্জার অফার করে টিভিএস। যার দ্বারা এর ব্যাটারিটি ৪.৫ ঘন্টায় ০-৮০% চার্জ করা যায়।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের ১৪০টি শহর থেকে TVS iQube ই-স্কুটারটি কেনা যায়। এদিকে টিভিএস বর্তমানে ৬০০-৭৫০ সিসি মোটরসাইকেলের উপর কাজ শুরু করেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। Royal Enfield-কে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করতেই এই পদক্ষেপ বলে বিশেষজ্ঞদের ধারণা।