160 সিসির নতুন Pulsar, আসছে TVS-এর প্রথম ক্রুজার, বাজার কাঁপাতে জুনে লঞ্চ হবে এই বাইকগুলি

By :  SUMAN
Update: 2022-06-05 04:51 GMT

জুনে ভারতের গাড়ির বাজারে চাঁদের হাট বসতে চলেছে। চলতি মাসেই বিভিন্ন মডেলের গাড়ি থেকে শুরু করে বাজার কাঁপাতে আসছে হরেক সংস্থার টু-হুইলার। এইসব সংস্থাগুলির মধ্যে রয়েছে Bajaj, Royal Enfield, TVS, Ducati ও Harley-Davidson। আসুন আসন্ন মডেলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Bajaj Pulsar N160

Pulsar N250 ও F250 নিয়ে আসার পর এ মাসে ফের পালসার সিরিজে যোগ হতে যাচ্ছে নতুন সদস্য Pulsar N160। বাইকটির ডিজাইনের সাথে N250-র অনেকাংশেই সাদৃশ্য রয়েছে। Pulsar N160-তে দেখা মিলতে পারে প্রোজেক্টর হেডল্যাম্পের। যাকে আবৃত করে থাকবে এলইডি ডিআরএল। Pulsar N250-র ছোট সংস্করণ হিসেবে নতুন মডেলটি আনা হচ্ছে বলে অনুমান।

Royal Enfield Hunter 350

বর্তমানে রয়্যাল এনফিল্ড তাদের J-প্ল্যাটফর্মের পোর্টফোলিও বৃদ্ধিতে মনোনিবেশ করেছে। Meteor 350 ও Classic 350-র পর সংস্থাটি স্পোর্টি লুকের রোডস্টার Hunter 350 আনতে চলেছে। বাইকটি জুন মাসের শেষের দিকে বাজারে পা রাখবে বলে খবর। এর ৩৪৯ সিসি ইঞ্জিন থেকে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রিপার নেভিগেশন, ডুয়েল চ্যানেল এবিএস ও একটি টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকছে এতে। Meteor 350-তেও এই ফিচারগুলি বর্তমান।

TVS Zeppelin

২০১৮ অটো এক্সপো-তে Zeppelin ক্রুজার বাইকটি প্রথমবার সর্বসমক্ষে এনেছিল TVS। মোটরসাইকেলটির নির্মাণকার্য সম্পর্কে এতদিন গোপনীয়তা বজায় রেখেছিল সংস্থা। চার বছর বাদে এ মাসেই বাজারে পা রাখতে পারে বলে দাবি করা হয়েছে এক রিপোর্টে। ভারতের প্রথম মিল্ড হাইব্রিড সিস্টেমের বাইক হতে পারে TVS Zeppelin

Ducati Streetfighter V2

Streetfighter-এর ছোট ভাই V2 এ মাসেই বাজারে পা রাখবে বলে জানা গেছে। জুনের শেষের দিকে আসার প্রবল সম্ভাবনা। Panigale V2-র মতো Streetfighter V2-ও একটি ৯৫৫ সিসি L-twin সিলিন্ডার ইঞ্জিনে আসবে। যা থেকে ১৫২ এইচপি শক্তি এবং ১০৪ এনএম টর্ক পাওয়া যাবে। বাজারে Ducati Streetfighter V2-র দাম ১৮-১৯ লক্ষ টাকা রাখা হতে পারে।

Harley-Davidson Nightster

আমেরিকার প্রখ্যাত ক্রুজার মোটরসাইকেল নির্মাতা Harley-Davidson চলতি মাসেই Nightster বেবি ক্রুজার লঞ্চ করতে চলেছে। দানবাকৃতি ৯৭৫ সিসি লিকুইড কুল্ড V-twin ইঞ্জিন থাকছে এতে। যা থেকে ৯০ এইচপি ক্ষমতা এবং ৯৫ এনএম টর্ক আউটপুট মিলবে। বেশি মাইলেজ দিতে এবং ঝাঁকুনি কমানোর জন্য এতে উপস্থিত ভেরিয়েবল ভাল্ভ টাইমিং। এটি হতে চলেছে সংস্থার সবচেয়ে হালকা মোটরসাইকেল। সে কারণে ‘বেবি ক্রুজার’ নামে আখ্যায়িত করা হয়েছে। বিদেশের বাজার থেকে আমদানিকৃত বাইকটির দাম হতে পারে ১৪.৫০ লক্ষ টাকার কাছাকাছি।

Royal Enfield Meteor 350X

Royal Enfield Meteor 350-এর নতুন ভ্যারিয়েন্ট হিসাবে Meteor 350X জুনের শেষে লঞ্চ হতে পারে। বাজারে ক্রুজার মডেলের রমরমা দেখেই বাইকটি আনতে তোড়জোড় শুরু করেছে রয়্যাল এনফিল্ড। এটিও ৩৪৯ সিসি ইঞ্জিনে ছুটবে। যা থেকে উৎপন্ন হবে ২০.২ বিএইচপি ক্ষমতা এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।

Tags:    

Similar News