Electric Bike: চিন্তার দিন শেষ, ইলেকট্রিক বাইকে 8 বছর ওয়ারেন্টি দিচ্ছে এই কোম্পানি
দেশের প্রথম সংস্থা হিসেবে নজিরবিহীন ঘোষণা করল হাই-পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা আল্ট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolette Automotive)। ভারতের দ্রুততম ই-বাইক F77 ব্যবহারকারীদের চিন্তা কমাতে ব্যাটারি এবং ড্রাইভট্রেনে এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার চালু করেছে তারা। Ultraviolette F77 মডেলটি এবার 8 লক্ষ কিমি গ্লোবাল ওয়ারেন্টি কভারেজ সহ পাওয়া যাবে। নতুন এক্সটেন্ডেড ওয়ারেন্টি তিনটি প্যাকেজে উপলব্ধ– UV Care, UV Care+ ও UV Care Max। এর ফলে টপ ভার্সনের ওয়ারেন্টি আট গুণ পর্যন্ত বাড়ানো যাবে।
8 লক্ষ কিমিতে ওয়ারেন্টি বাড়ানোর সুযোগ দিচ্ছে Ultraviolette
উল্লেখ্য, Ultraviolette F77 -এ স্ট্যান্ডার্ড হিসেবে 3 বছর অথবা 30,000 কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করা হয়। UV Care-এর আওতায় ব্যাটারি এবং ড্রাইভট্রেনে এখন ওয়ারেন্টি 3 বছরের জন্য 60,000 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। আবার UV Care+ এর আওতায় রয়েছে 5 বছরের জন্য 1,00,000 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি।
সবশেষে UV Care Max-এর অধীনে মিলবে 8,00,000 কিলোওয়াট/8 বছর পর্যন্ত ওয়ারেন্টি বাড়ানোর সুযোগ। উল্লেখ্য, UV Care ও UV Care+ প্যাকেজ Ultraviolette F77 -এর Original ও Recon দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ। যেখানে F77 Recon-এ শুধুমাত্র UV Care Max প্যাকেজ নির্বাচন যাবে। ফুল চার্জে এই ভ্যারিয়েন্টটি 304 কিলোমিটার রেঞ্জ প্রদান করে।
প্রসঙ্গত, আগামী 24 এপ্রিল একটি নতুন প্রোডাক্ট উন্মোচন করতে চলেছে আল্ট্রাভায়োলেট। সংস্থা বিস্তারিত কিছু না বললেও, সেটি আসলে F77-এর আপগ্রেড ভ্যারিয়েন্ট হবে বলে বিশেষজ্ঞদের দাবি। এটি সংস্থার দ্রুততম ইলেকট্রিক বাইকের রেকর্ড ভেঙে দিতে পারে। গত বছর মিলান মোটরসাইকেল শো EICMA 2023-এ প্রদর্শিত F99-এর প্রটোটাইপ মডেলের ফিচার্স থাকতে পারে এতে।