5 বছরের গবেষণার ফসল, ফুল চার্জে 300 কিমির বেশি দৌড়ে চমকে দেবে এই ইলেকট্রিক বাইক, লঞ্চ কবে?

By :  techgup
Update: 2022-10-21 06:49 GMT

ইলেকট্রিক বাইকের জগতে ঝড় তুলতে হাজির হতে চলেছে Ultraviolette Automotive। তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্পোর্ট বাইক F77 লঞ্চ হবে আগামী ২৪ শে নভেম্বর। তার আগেই পরশুদিন, ২৩শে অক্টোবর থেকে শুরু হচ্ছে অগ্রিম বুকিং। আগ্রহীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইলেকট্রিক স্পোর্টস বাইকটি অর্ডার দিতে পারবেন। অসাধারণ সমস্ত বৈশিষ্ট্য আর চোখ ধাঁধানো ডিজাইনের জন্য Ultraviolette F77 বাকি সমস্ত বৈদ্যুতিক বাইকের থেকে নিজেকে আলাদাভাবে মেলে ধরতে চলেছে।

এই সাফল্য সংস্থা দীর্ঘ পাঁচ বছরের তপস্যার সুফল বলে দাবি করা হয়েছে। প্রায় অর্ধ দশক সময় ধরে এই মডেলটির ডিজাইন ও প্রযুক্তির উপর নানা ধরনের গবেষণা চালিয়ে বিভিন্ন রকম পরিবর্তন এনেছে এই স্টার্টআপ সংস্থা। তাই আগের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে Ultraviolette F77। এই প্রতিবেদনে বাইকটির প্রধান কিছু বিষয়ের উপর নজর দেওয়া যাক।

৩০৭ কিমি রেঞ্জ

আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় একটি হল এটি সম্পূর্ণ চার্জে ৩০৭ কিমি পথ চলতে সক্ষম। যদিও শুরুতে এর রেঞ্জ ছিল ১০০ কিলোমিটার। সময়ের সঙ্গে প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে এই রেঞ্জ বাড়িয়ে ৩০৭ কিলোমিটার করা সম্ভবপর হয়েছে বলে তাদের দাবি। বলা ভালো বাইকটি নিয়ে একবার চার্জ দিয়ে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত যাত্রা করা সম্ভব। বস্তুত, দেশের সর্বাধিক রেঞ্জের ইলেকট্রিক টু-হুইলার হিসাবে আখ্যা পেতে চলেছে এটি।

সবচেয়ে বড় ব্যাটারি প্যাক

আল্ট্রাভায়োলেট এফ৭৭ ইলেকট্রিক বাইকটিতে প্রথমে মডিউলার ব্যাটারি ব্যবহার করা হলেও বর্তমানে এটিতে রয়েছে একটি ফিক্সড ব্যাটারি প্যাক। সংস্থার দাবি, এটি বর্তমানে দেশের ইলেকট্রিক টু-হুইলার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ব্যাটারি প্যাক। উন্নত পারফরম্যান্সের জন্য এর ভিতরে ২১,৭০০ টি সেল ব্যবহার করা হয়েছে।

পাঁচ স্তরের সুরক্ষা ব্যবস্থাযুক্ত ব্যাটারি

আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর মধ্যে যে লিথিয়াম আয়ন ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে তাতে রয়েছে পাঁচটি স্তরের সুরক্ষা। তাদের দাবি, কনজিউমার (Consumer) প্রযুক্তি ও এয়ারোস্পেস প্রযুক্তির যুগলবন্দীতে তৈরি হয়েছে এই ব্যাটারি। এমনকি অ্যালুমিনিয়ামের তৈরি প্রকোষ্ঠের মধ্যে থাকায় এই ব্যাটারীতে প্যাসিভ কুলিং প্রযুক্তি দেওয়া সম্ভব হয়েছে।

অগ্রিম বুকিং

আগামী ২৩ শে অক্টোবর থেকে এফ৭৭ বাইকটি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে বুকিংয়ের জন্য উপলব্ধ হবে। অগ্রিম বুক করার জন্য জমা রাখতে হবে ১০,০০০ টাকা। যদিও বাইকটির দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

দুরন্ত পারফরম্যান্স

আল্ট্রাভায়োলেটের দাবি, তাদের এই নতুন বাইকটি অনেক বেশি হালকা ওজনের হওয়ায় সহজেই সেটি দ্রুততার সঙ্গে পথ চলতে সক্ষম। বাইকটির চ্যাসিস, মোটর কভার ও সাসপেনশন আপগ্ৰেড হয়েছে। বলা হয়েছে যে এর মোটর মাউন্ট আগের তুলনায় ৩০ শতাংশ হালকা ও দ্বিগুণ শক্তিশালী।

Tags:    

Similar News