এক চার্জেই 307 কিমি মাইলেজ! দেশের সেরা ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হয়ে গেল আজ
প্রত্যাশা মতোই আল্ট্রাভায়োলেট অটোমেটিভ (Ultraviolette Automotive) আজ ভারতে তাদের F77 ইলেকট্রিক মোটরসাইকেলের Space Edition লঞ্চ করল। এই স্পেশাল এডিশন মডেলের ১০টি ইউনিট তৈরি করেছে সংস্থা। আগামীকাল অর্থাৎ ২২ আগস্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে সন্ধ্যা ৬টায় Ultraviolette F77 Space Edition-এর বুকিং শুরু হচ্ছে। দাম রাখা হয়েছে ৫.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Ultraviolette F77 Space Edition লঞ্চ হল
বুধবার, ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান-৩ অভিযানের অধীনে মহাকাশযান বিক্রম (Vikram) চাঁদে ল্যান্ড করতে চলেছে। এমতাবস্থায় ইসরো তথা দেশের মহাকাশ বিজ্ঞানীদের সম্মান জ্ঞাপনার্থে সংস্থার স্পেস এডিশন বাইক লঞ্চ বলেই মনে করা হচ্ছে। তাঁদের নিরন্তর নিদ্রাহীন পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছে সংস্থা।অত্যাধুনিক ফিচার এবং দুর্ধর্ষ পারফরম্যান্সের মেলবন্ধনে Ultraviolette F77 Space Edition আলাদা বেঞ্চমার্ক তৈরি করবে বলে দাবি সংস্থার।
নয়া এডিশনের আলট্রাভায়োলেট এফ৭৭-এর দেহে মহাকাশযান তৈরিতে ব্যবহৃত সমমানের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। আবার এয়ারক্রাফ্টের অত্যাধুনিক বৈদ্যুতিন প্রযুক্তি সম্বলিত বাইকটির দেহেও স্পেসক্রাফ্টের ন্যায় রঙ করা হয়েছে। এই কালারে আছে কোরোশন প্রোটেকশন, ইউভি ও ফেড রেজিস্ট্যান্স, কেমিক্যাল রেজিস্ট্যান্স এবং থার্মাল স্টেবিলিটি। যুগ যুগান্তর পরেও বাইকের রঙের উজ্জ্বলতা কমে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।
সিঙ্গেল পিস মেটাল দ্বারা F77 Space Edition-এর বডি প্যানেল তৈরি করা হয়েছে। বাইকটিতে উপস্থিত ইলেকট্রিক মোটর থেকে ৪০ বিএইচপি ক্ষমতা এবং ১০০ এনএম টর্ক উৎপন্ন হয়। সম্পূর্ণ চার্জে ৩০৭ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম এটি। ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৯ সেকেন্ডে তুলতে পারে। ই-বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৫২ কিলোমিটার।