Upcoming Cars in November: বাজার কাঁপাতে আসছে তিনটি নতুন গাড়ি, লঞ্চ হবে নভেম্বরেই

Upcoming Cars in November - Mercedes-AMG C63 SE আগামী ১২ নভেম্বর এএমজি সি৬৩ এসই পারফরম্যান্স ভারতে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। অত্যাধুনিক এই গাড়িতে ২.০ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন থাকছে, যা প্রায় ৬৭০ হর্সপাওয়ার এবং ১০২০ এনএম টর্ক উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে।

Update: 2024-10-30 14:23 GMT

২০২৪ সালের অন্তিম পর্যায়ে উপস্থিত হয়েছি আমরা। আর দুই মাস পরেই নতুন বছরের আগমন। গাড়ি শিল্পের ক্ষেত্রে গোটা বছরটা মিশ্র ভাবে কেটেছে। কিন্তু নতুন মডেলের লঞ্চ জারি থেকেছে বছর জুড়ে। নভেম্বরেও তিনটি নতুন গাড়ি ভারতের বাজারে আসার কথা রয়েছে। এগুলি হল - নিউ জেনারেশন Maruti Dzire, Skokda Kylaq, এবং Mercedes-AMG C63 SE পারফরম্যান্স। চলুন গাড়িগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন Maruti Suzuki Dzire

ভারতের সর্বাধিক বিক্রিত সেডান, মারুতি সুজুকি ডিজায়ার ১১ই নভেম্বর নতুন অবতারে ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। গাড়িটির অন্দরমহল ও বাইরে প্রচুর আপগ্রেড থাকছে। বর্তমান মডেলের তুলনায় ডিজাইন অনেকটাই বদলে যাচ্ছে। এতে ইলেকট্রিক সানরুফ মিলবে। এছাড়া, ৯ ইঞ্চির নতুন টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জার, ছয়টি এয়ারব্যাগ, ইত্যাদি ফিচার্স থাকবে। গাড়িতে শক্তি জোগাবে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন, যা থেকে ৮০ হর্সপাওয়ার এবং ১১২ এনএম টর্ক উৎপন্ন হবে।

Skoda Kylaq

স্কোডা ভারতে সম্পুর্ণ নতুন কম্প্যাক্ট এসইউভি নিয়ে হাজির হচ্ছে। নয়া মডেলটির নাম কাইলাক এবং ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। অফিশিয়াল লঞ্চ আগামী বছরের প্রথমার্ধে। স্প্লিট হেডলাইট ও বাটারফ্লাই গ্রিল সহ নতুন ডিজাইন দেখা যাবে এতে। গাড়িটি লম্বায় ৩৯৯৫ মিমি ও হুইলবেসে ২৫৬০ মিমি। স্কোডা কাইলাক ১.০ লিটার, থ্রি সিলিন্ডার, টার্বো পেট্রল ইঞ্জিনে দৌড়বে। এটি থেকে ১১৩.৪২ এইচপি এবং ১৭৮ এনএম টর্ক পাওয়া যাবে। ট্রান্সমিশনের মধ্যে থাকবে ৬ স্পিড ম্যানুয়াল ও ৭ স্পিড ডুয়াল ক্ল্যাচ অটোমেটিক অপশন।

Mercedes-AMG C63 SE পারফরম্যান্স

মার্সিডিজ আগামী ১২ নভেম্বর এএমজি সি৬৩ এসই পারফরম্যান্স ভারতে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। অত্যাধুনিক এই গাড়িতে ২.০ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন থাকছে, যা প্রায় ৬৭০ হর্সপাওয়ার এবং ১০২০ এনএম টর্ক উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। মাত্র ৩.৩ সেকেন্ডেই ০-১০০ কিলোমিটার/ঘন্টা গতি উঠবে। আবার শুধু ইলেকট্রিক মোডে ১৩ কিলোমিটার ছুটতে পারবে।

Tags:    

Similar News