বাজারে দাপট বাড়াতে নতুন কৌশল Tata-র, এই বছর কোন কোন গাড়ি আনছে জেনে নিন
ভারতের যাত্রীবাহী গাড়ির বাজারে ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে টাটা মোটরস (Tata Motors)। বর্তমানে গাড়ি বিক্রির নিরিখে Maruti Suzuki, Hyundai-এর পরেই দেশের তৃতীয় বৃহত্তম সংস্থা টাটা এদেশে বিভিন্ন প্রকার জ্বালানির মডেল আনতে চলেছে। যার মধ্যে রয়েছে – পেট্রোল, ডিজেল, সিএনজি এবং ইলেকট্রিক। এবারের অটো এক্সপো-তে তারা একাধিক মডেল উন্মোচিত করেছে। যার মধ্যে নিম্নে আলোচিত এই ছয়টি গাড়ি ২০২৩-এ এদেশের বাজারে লঞ্চ করা হতে পারে।
আপডেটেড Tata Harrier এবং Safari
টাটা মোটরস সামনের মাসে Harrier এবং Safari এসইউভি গাড়ি দুটির নতুন সংস্করণ লঞ্চ করবে। উভয় মডেলে নতুন ফিচার হিসেবে দেওয়া হবে একটি বৃহৎ ১০.২৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ছয়টি এয়ারব্যাগ, অ্যাডাস ইত্যাদি। কারিগরি ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন ঘটানো হবে না। আগের মতই একটি ২.০ লিটার ডিজেল ইঞ্জিনে ছুটবে গাড়ি জোড়া। কেবল নয়া নির্গমন বিধি পালনকারী ডিজেল ইঞ্জিন সমেত আসবে এগুলি।
Tata Altroz Racer এডিশন
অটো এক্সপো ২০২৩-এ প্রদর্শিত হয়েছে Altroz Racer। টাটার অন্যতম পেশীবহুল গাড়ি এটি। কিছু নতুন ফিচারের সাথে গাড়িটির বহিরঙ্গের ডিজাইনে আপডেট দেওয়া হবে। কেবিনের আপডেট হিসেবে একটি ১০.২৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রনিক সানরুফ সহ বিভিন্ন বৈশিষ্ট্যের দেখা মিলবে। গাড়িটি Altroz iTurbo-এর চাইতেও অধিক শক্তিশালী হয়ে আসবে।
Tata Punch, Altroz CNG
বর্তমানে টাটা মোটরস সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করছে। কোম্পানিটি এবছর অটো এক্সপো-তে iCNG ভার্সনের Punch ও Altroz-এর প্রদর্শন করেছে। দুটি মডেলেই রয়েছে একটি ১.২ লিটার বাই ফুয়েল পেট্রোল ইঞ্জিন। যার সাথে সংযুক্ত একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। আবার বুট স্পেস যাতে বেশি মেলে, সেজন্য গাড়ি দুটিতে একটি নতুন ডুয়েল সিলিন্ডার সিএনজি সেটাপ অফার করা হবে।
Tata Tiago EV Blitz
টাটার বর্তমানে সবচেয়ে সস্তার ইলেকট্রিক হ্যাচব্যাক গাড়ি Tiago EV-র Blitz এডিশনটি অটো এক্সপো-তে উন্মোচিত করা হয়েছিল। এবছরই বাজারে হাজির করা হবে গাড়িটি। যা রেগুলার Tiago EV-র স্পোর্টি ভার্সন। একাধিক ডিজাইনের আপডেট সমেত এর সমগ্র বডিতে রয়েছে ব্ল্যাক অ্যাক্সেন্ট। যার জন্য স্পোর্টি লুক সুস্পষ্ট হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের সাথে কারিগরি দিকে থেকে কোনো ফারাক থাকবে না Tiago EV Blitz-এর।