Ola S1 নাকি Hero MotoCorp এর সদ্য লঞ্চ করা Vida V1? কোন বৈদ্যুতিক স্কুটার কেনা লাভজনক

By :  techgup
Update: 2022-10-14 08:55 GMT

দেশের নম্বর ওয়ান দুই-চাকা প্রস্তুতকারী সংস্থা হিরো মটোকর্প সম্প্রতি ইলেকট্রিক টু-হুইলারের জগতে নিজেদের নাম নথিবদ্ধ করিয়েছে। গত সপ্তাহেই লঞ্চ হয়েছে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার Vida V1। তবে এর মালিকানা হিরোর হাতে থাকলেও এটি তাদের অধীনস্থ ব্র্যান্ড Vida এর নামে বাজারে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এই স্কুটারটি দুটি আলাদা ভ্যারিয়েন্টে মিলবে। প্রথমটি ছোট ব্যাটারিযুক্ত V1 Plus। আর দ্বিতীয়টি অধিক সক্ষমতার ব্যাটারি সমৃদ্ধ মডেল V1 Pro।

তবে এদেশের ইলেকট্রিক টু-হুইলার এর বাজার বহুবিধ সংস্থার নানাবিধ মডেলে পরিপূর্ণ। আর তাই প্রতিযোগিতাও এখন চরমে। Vida V1 এর প্রধান প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Ola S1, TVS iQube ও Bajaj Chetak। আজকের প্রতিবেদনে আমরা Vida V1 ও Ola S1 এর মধ্যে তুলনামূলক আলোচনা রইল। যার ফলে কোন মডেল কেনা বেশি লাভজনক, সে সম্পর্কে ধারণা পাবেন পাঠকরা।

Vida V1 vs Ola S1: মূল্য

এই মুহূর্তে দেশ জুড়ে আলোচনার শিখরে থাকা Vida V1 স্কুটারটি দুটি আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ- V1 Plus ও V1 Pro। এই মডেল দুটির এক্স শোরুম মূল্য যথাক্রমে ১.৪৫ লাখ ও ১.৫৯ লাখ টাকা। অন্যদিকে ইলেকট্রিক স্কুটারের বাজাফে "ফার্স্ট বয়"- ওলার হাতেও রয়েছে দুটি ইলেকট্রিক স্কুটার - S1 ও S1 Pro। এই দুটি মডেলের এক্স শোরুম মূল্য যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা ও ১,৩৯,৯৯৯ টাকা।

Vida V1 vs Ola S1: স্পেসিফিকেশন

Vida V1 Plus সংস্করণটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ৩.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যা দিয়ে সম্পূর্ণ চার্জে ১৪৩ কিমি পথ অতিক্রম করা সম্ভব। অপরদিকে থাকা এর টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ V1 Pro তে রয়েছে ৩.৯৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। এক্ষেত্রে এক চার্জে স্কুটারটি ১৬৫ কিমি চলতে সক্ষম।

উপরন্তু, Vida এর দাবি অনুযায়ী তাদের এই স্কুটারটি প্রতি মিনিটে ১.২ কিলোমিটার হারে ০-৮০% পর্যন্ত চার্জ গ্রহণ করতে পারে। Vida V1 Pro এর ক্ষেত্রে ঘরে ব্যবহৃত চার্জার দিয়ে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সময় লাগে ৫ ঘন্টা ৫৫ মিনিট। তবে, V1 Plus এর ক্ষেত্রে এই চার্জিং এর সময় ৫ ঘন্টা ১৫ মিনিট।

অপর হাতে থাকা Ola S1 Pro একবার সম্পূর্ণ চার্জে ১৮১ কিমি ছুটতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৬ কিমি। ওলার দাবি অনুযায়ী তাদের এই ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ স্থিতাবস্থা থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে সময় নেয় মাত্র ২.৯ সেকেন্ড। আর ০-৬০কিমি/ঘণ্টা স্পিড তুলতে সময় লাগে ৪.৫ সেকেন্ড। এই স্কুটারটির ক্ষেত্রে চলার শক্তি যোগায় ৮.৫ কিলোওয়াট এর বৈদ্যুতিক মোটর যার সর্বোচ্চ উৎপাদিত টর্ক ৫৮ এনএম।

প্রসঙ্গত, Vida V1 মডেলটির জন্য ১০ই অক্টোবর থেকে ইতিমধ্যেই বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ক্রেতাগণ সংস্থার ওয়েবসাইট কিংবা হিরোর অথোরাইজড ভিলারদের কাছ থেকে এই আগাম বুকিং সম্পন্ন করতে পারবেন। তবে এই স্কুটার এর চাবি হাতে পেতে সময় লাগবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। Vida V1 আপাতত দিল্লি, বেঙ্গালুরু ও জয়পুরে লঞ্চ হয়েছে। আগামীতে ধাপে ধাপে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে এটি।

Tags:    

Similar News