এক চার্জেই নিয়ে যাবে 530 কিমি দূরের গন্তব্যে, দেশে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি আনল ভলভো

By :  SUMAN
Update: 2023-06-15 06:01 GMT

প্রিমিয়াম গাড়ি নির্মাতা ভলভো আজ ভারতে তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ির উন্মোচন করল। যার নাম Volvo C40 Recharge। সংস্থার লাইনআপে থাকা প্রথম ইভি মডেলটি হল Volvo XC40 Recharge। নতুন গাড়িটি এদেশে যন্ত্রাংশ জুড়ে তৈরি করা হবে। C40 Recharge দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। আগস্ট থেকে বুকিং গ্রহণ এবং বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। তখনই এর দাম প্রকাশ্যে আনা হবে। ডেলিভারি শুরু হবে সেপ্টেম্বর থেকে।

Volvo C40 Recharge ডিজাইন

Volvo C40 Recharge হচ্ছে XC40 Recharge-এর এসইউভি-ক্যুপ ভার্সন। ডিজাইনের দিক থেকে উভয় গাড়ির সামনের অংশ সমান। এতে রয়েছে শার্প এলইডি হেডলাইট ও থরের হ্যামার ডিআরএল সহ ক্লোজড আপার গ্রিল। গাড়িটির সম্মুখে উপস্থিত তিনটি বাম্পার।
গাড়িটি কোম্পানির কম্প্যাক্ট মডিউলার আর্কিটেকচার বা সিএমএ (CMA)-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি ১৯ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে‌।

Volvo C40 Recharge পাওয়ারট্রেন

Volvo C40 Recharge-এ একটি ৭৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে। ফুল চার্জে যেটি ৪২০ কিলোমিটার পথ চলতে পারে। এটি সিঙ্গেল মোটর রিয়ার হুইল ড্রাইভ এবং ডুয়েল মোটর অল হুইল ড্রাইভে অফার করা হয়। তবে গাড়িটির ভারতীয় মডেলে E80 ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা থেকে ৫৩০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করা হয়েছে। ০-১০০ কিমি/ঘন্টার গতি তুলতে এটি ৪.৭ সেকেন্ড সময় নেবে।

Volvo C40 Recharge ইন্টেরিয়র

গাড়িটির কেবিনে দেওয়া হয়েছে একটি ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং প্যানোরামিক সানরুফ। এসইউভি ক্যুপটি ১৩-স্পিকার হারমান কার্ডন মিউজিক সিস্টেম সহ হাজির হয়েছে। এতে বিশেষ ফিচার হিসেবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা সহ ফ্রন্ট সিট, এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল উপস্থিত।

Volvo C40 Recharge সেফটি ফিচার্স

Volvo C40 Recharge-তে সুরক্ষাজনিত ফিচার হিসেবে দেওয়া হয়েছে একাধিক এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা। অ্যাডাস (ADAS) ফিচারের মধ্যে এতে উপস্থিত অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম এবং একটি পার্কিং অ্যাসিস্ট্যান্ট।

Tags:    

Similar News