Volvo XC40 Facelift আগামীকাল ভারতে লঞ্চ হবে, কত দাম হবে এই গাড়ির

By :  techgup
Update: 2022-09-20 18:00 GMT

Facelift ভার্সনে আগামীকাল ভারতে লঞ্চ হবে Volvo XC40। আবার একই সময়ে XC90 এর আপডেটেড ভার্সনও সামনে আনবে সংস্থাটি। Volvo XC40 Facelift এসইউভির অন্যতম হাইলাইট হবে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি। ২.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিনের সাথে সংযুক্ত এই সিস্টেম একত্রে ১৯৭ বিএইচপি ক্ষমতা ও ৩০০ এনএম টর্ক উৎপন্ন করবে। XC40 Ultimate B4 Mild-Hybrid বলে একটি ট্রিমেই উপলব্ধ হতে পারে গাড়িটি।

এছাড়া Volvo XC40 Facelift এর অন্যান্য আপডেটগুলির এক্সটেরিয়র, ফিচার্স, এবং কালার অপশনে দেখা যাবে। যেমন C40 Coupe SUV অনুপ্রাণিত শার্প লুকিং হেডল্যাম্প থাকবে এতে। আবার প্রিমিয়াম টাচ আনতে ফ্রন্ট মেইন গ্রিলটি ফ্রেমহীন হবে। রেট্রোফিটেড ফ্রন্ট বাম্পার, এবং নতুন পেইন্ট অপশনও লক্ষ্য করা যাবে।

Volvo XC40 Facelift এর বিশেষ ফিচারগুলির মধ্যে ক্রিস্টাল গিয়ার নব, ১২.৩ ইঞ্চি সেকেন্ড জেনারেশন ড্রাইভার ডিসপ্লে, একিউআই মিটার, অটো ডিমিং ফেসিলিটির আইআরভিএম, ক্রস-ট্রাফিক এলার্টের সাথে বিএলআইএস, অ্যাক্টিভ নয়েজ কন্ট্রোল, ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, রিয়ার কলিশন মিটিগেশন সাপোর্ট, অল-ব্ল্যাক ইন্টেরিয়র থিম লক্ষ্য করা যাবে‌। গাড়িটির দাম ৫৫ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হবে বলেই আশা করা যায়।

এটি ক্রিস্টাল হোয়াইট, ব্লু, ফিউশন রেড, ব্ল্যাক, এবং সেজ গ্রীন কালার অপশনে লঞ্চ হওয়ার সম্ভাবনা। Volvo XC40 এর লেটেস্ট ফেসলিফ্ট সংস্করণের সঙ্গে Mercedis Benz GLA এবং নতুন লঞ্চ হওয়া Audi Q3 এর মতো প্রিমিয়াম এন্ট্রি লেভেল এসইউভির সঙ্গে কড়া টক্কর চলবে। আবার ভারতীয় বাজারে বিক্রিত BMW X1 মডেলটিও এর প্রতিপক্ষ।

Tags:    

Similar News