এই ধরনের গাড়ির রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ট্যাক্স মকুবের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর! দূষণ সৃষ্টি করে না এমন যানবাহন কিনলেই মিলবে আকর্ষণীয় ছাড়। এমনটাই ঘোষণা এসেছে রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ব্যাটারি ও প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত গাড়ির রেজিস্ট্রেশন ফি ও পথ কর (রোড ট্যাক্স) মকুবের ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ পরিবেশবান্ধব উপায়ে চালিত যে কোনো গাড়ি এই ছাড়ের আওতায় আনা হয়েছিল। এবারে তার সময়কাল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হল।
মমতা ব্যানার্জি সরকারের ঘোষণা অনুযায়ী, যে সকল ক্রেতা ১ এপ্রিল, ২০২২-এর পর বৈদ্যুতিক অথবা সিএনজি চালিত দুই অথবা চার চাকার গাড়ি কিনেছেন, তাঁদের রেজিস্ট্রেশন ফি এবং সমস্ত রোড ট্যাক্স চোকানো থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। এই ছাড় আগামী ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ এই দুই বছরে যারা পরিবেশবান্ধব গাড়ি কিনবেন, তাঁরা সকলেই ছাড়ের সুবিধা ভোগ করবেন। বলার অপেক্ষা রাখে না, রাজ্যের পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ সরকারের।
নির্দেশিকা অনুযায়ী, বিগত দুই মাসে সিএনজি ও বৈদ্যুতিক গাড়ি কিনে থাকলে রেজিস্ট্রেশন ফি বা অন্যান্য ট্যাক্স ফেরতের দাবি করা যাবে না। তবে করের বৈধতা বাড়ানোর আকারে আর্থিক সুযোগ-সুবিধা দেবে সরকার।
২৫ মে, গত বুধবার জারি হওয়া সরকারের নির্দেশনায় বলা হয়েছে, “পরিবেশ দূষণ কমাতে এবং পেট্রোল ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস করতে ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো প্রয়োজন। যার জন্য এই জাতীয় গাড়িতে আর্থিক ছাড় দেওয়া হয়েছে।”