পশ্চিমবঙ্গে EV ব্যবহারকারীদের জন্য সুখবর, চার্জ ফুরোনোর চিন্তা কমাতে চার্জিং স্টেশন গড়বে রাজ্য সরকার
ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে উদ্যোগী প্রতিটি রাজ্য। কিন্তু এই ধরনের গাড়ির চার্জিং স্টেশনের সংখ্যা কম হওয়ার ফলে কিনতে সাহস পাচ্ছে না ক্রেতারা। অভিযোগ তেমনই। সে সমস্যার সমাধানে এবার এগিয়ে এল সরকারি সংস্থা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড বা WBSDECL।
নিগমের তরফে পিপিই বা পাবলিক প্রাইভেট পার্টনালশিপ মডেলে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তোলার লক্ষ্যে আগ্রহপত্র চাওয়া হয়েছে। নিগমের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্ৰনাধীন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাটি ২০৫টি চার্জিং অথবা ব্যাটারি সোয়াপিং স্টেশন নির্মাণের জন্য দরপত্র ডেকেছে।
নিগম জানিয়েছে, চার্জিং স্টেশনগুলি পরিচালনার দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থা এবং তাদেরকে লভ্যাংশের একাংশ দিতে হবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী এক আধিকারিক বলেছেন, সোয়াপিং স্টেশন বা চার্জিং হাব গড়ে তোলার জন্য তারা জমি সরবরাহ করবেন। আর বিনিয়োগ, পরিচালনা, এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তাবে প্রাইভেট পার্টির উপর। যারা সর্বাধিক দর দেবে, তাদের সঙ্গেই চুক্তি করবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড।
২০৫টি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের মধ্যে ৪০টি জাতীস সড়ক বরাবর এবং বাকি ১৬৫টি উপযুক্ত জায়গা খুঁজে গড়ে তোলা হবে। শর্তশাপেক্ষে চুক্তির মেয়াদ হলে ১০ বছর। বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার কেন্দ্রগুলিতে সরবরাহ করা বিদ্যুতের মাসুল ইউনিট পিছু ৬.৯৮ টাকা ধার্য করেছে নিগম। একাধিক চার্জিং স্টেশন প্রোভাইডার ইতিমধ্যেই দরপত্র দিতে আগ্রহী হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।