কলকাতায় এই প্রথম বৈদ্যুতিক গাড়ির আলাদা শোরুম, সৌজন্যে বিশ্বের বৃহত্তম EV ব্র্যান্ড

By :  SUMAN
Update: 2023-01-30 09:09 GMT

কলকাতায় এই প্রথম বৈদ্যুতিক যাত্রী গাড়ির আলাদা শোরুম। সৌজন্যে টেসলা (Tesla)-কে হারিয়ে এখন বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল নির্মাতার তকমা পাওয়া বিল্ড ইওর ড্রিমস বা বিওয়াইডি (BYD)। চীনা সংস্থাটি কলকাতা তথা পূর্ব ভারতে তাদের প্রথম শোরুমের উদ্বোধন করল। ২০০৭ সালে ইলেকট্রিক বাসের হাত ধরে এদেশের বৈদ্যুতিক যানবাহনের দুনিয়ায় প্রবেশ তাদের। এখন সংস্থাটি ব্যাটারি চালিত যাত্রী গাড়ির সম্প্রসারণে মনোনিবেশ করতে চাইছে।

কলকাতায় নতুন শোরুমটির নাম কারিনি বিওয়াইডি (Karini BYD)। এখান থেকে চৈনিক সংস্থাটি মাল্টিপারপাস ভেহিকেল (E6), এসইউভি (Atto3) থেকে শুরু করে তাদের বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে। এটি কসবার ট্যাগোর পার্কে অবস্থিত। নতুন শোরুমটি ২৪৯৭ স্কোয়ার ফুট অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছে। এখানে স্লো চার্জিং (৭.২ কিলোওয়াট) পয়েন্ট সহ চার চাকা ডিসপ্লের জায়গা এবং কাস্টমার লাউঞ্জ-এর ব্যবস্থা রয়েছে।

নতুন ডিলারশিপ প্রসঙ্গে বিওয়াইডি-র ভারতীয় শাখার উচ্চপদস্থ আধিকারিক সঞ্জয় গোপালকৃষ্ণান বলেন, “এটি হল কলকাতায় আমাদের প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার কার শোরুম। এটি কলকাতার বাজার আরও ভালোভাবে ধরতে আমাদের সাহায্য করবে। আমরা বর্তমানে দেশজুড়ে আমাদের ডিলারশিপ সম্প্রসারণের কাজ চালাচ্ছি। আমরা ক্রেতাদের দ্রুত ইভি গ্রহণের সাক্ষী থাকছি।”

আগামী দু’বছরের মধ্যে বাংলায় ১,০০০টি ইভি চার্জিং পয়েন্ট গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে সরকার, তা নিয়ে যথেষ্ট আশাবাদী গোপালকৃষ্ণান। তাঁর কথায়, এতে বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ বাড়বে ক্রেতাদের। এদিকে ২০২২-এ পশ্চিমবঙ্গ ৮৩৭টি ইলেকট্রিক ফোর হুইলার বিক্রির সাক্ষী থেকেছে। ২০২১-এ যার পরিমাণ ছিল মাত্র ১৯৬।

কসবার ওয়ার্কশপে আগামী দিনে ৬০ কিলোওয়াট আওয়ার চার্জার বসাবে বিওয়াইডি। যা গাড়ির ব্যাটারি এক ঘন্টার পুরো চার্জ করে দিতে সক্ষম হবে। তবে আপাতত স্লো চার্জার (৭.২ কিলোওয়াট) ব্যবহার হবে। যার মাধ্যমে ফুল চার্জ করাতে ৮-১০ ঘন্টা সময় লাগবে।

Tags:    

Similar News