চন্দ্রযান ৩-র বাজেটের থেকেও দ্বিগুণ মূল্য! বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কে কিনেছেন জানেন

By :  SUMAN
Update: 2023-08-29 05:16 GMT

ভারত সদ্য মহাকাশ গবেষণায় ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। চন্দ্রযান-৩ অভিযানের আওতায় চাঁদের দক্ষিণ প্রান্তে সফলভাবে ল্যান্ডারকে প্রতিস্থাপিত করতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO)। এই পুরো অভিযানের জন্য ৬১৫ কোটি টাকা ধার্য করা হয়েছিল। টাকার অঙ্ক শুনে হয়তো অনেকেই আঁতকে উঠবেন। কিন্তু জানেন কী, বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণার তুলনায় এর পরিমাণ অতি নগণ্য। আবার বর্তমানে নিলামে বিক্রি হওয়া বিশ্বের সর্বাধিক মূল্যবান গাড়ির দাম শুনলে তো ভিড়মি খাওয়ার জোগাড় হবে! হ্যাঁ ঠিকই, চন্দ্রযান-৩ এর বাজেটের তুলনায় এর মূল্য প্রায় দ্বিগুণ। চলুন গাড়িটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মূল্য কত?

এখনও পর্যন্ত বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে মহার্ঘ গাড়ি হচ্ছে 1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe। গত বছর নিলামে এর দাম উঠেছে প্রায় ১২০৩ কোটি টাকা। কিনেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তার আগে গাড়িটির মালিকানা ছিল খোদ নির্মাতা অর্থাৎ মার্সিডিজ-বেঞ্জ এর দখলে। এর আগ পর্যন্ত নিলামে Ferrari 250 GTO-এর দাম সবচেয়ে বেশি হাকিয়েছিল।

এখন প্রশ্ন, Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe-এর এই কল্পনার অতীত মূল্যের কারণ কী? কেনই বা গাদা গুচ্ছের অর্থ দিয়ে সেই ব্যক্তি গাড়িটি নিজের সংগ্রহে রেখেছেন? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মার্সিডিজ বেঞ্জ তাদের এই গাড়ির মাত্র দুটি মডেল তৈরি করেছে।

গাড়িটি নির্মাণের সময় তৎকালীন প্রধান প্রকৌশলী Rudolf Uhlenhaut-এর নামের সাথে মিল রেখে গাড়িটির নামকরণ করা হয়েছিল। যিনি গাড়িটির একটি মডেল ব্যবহার করেন। প্রসঙ্গত, Mercedes-Benz 300 SLR-এর ডিজাইন W 196 R grand prix-এর উপর ভিত্তি করে করা হয়েছিল। এতে রয়েছে একটি ৩.০ লিটার স্ট্রেট-এইট ইঞ্জিন। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৮০ মাইল।

Tags:    

Similar News