Xiaomi SU7 Ultra: গতির বিশ্বরেকর্ড গড়ল শাওমির বৈদ্যুতিক গাড়ি
Xiaomi SU7 Ultra Sets Nürburgring Record - শাওমি এস৭ আল্ট্রা (Xiaomi S7 Ultra) জার্মানির নুরবার্গিং (Nurburging) ট্র্যাক স্রেফ ৬ মিনিট ৪৬ সেকেন্ডে সম্পূর্ণ করেছে। ফলে ওই ট্র্যাকে দ্রুততম চার দরজার গাড়ির খেতাব পেয়েছে এটি।
রেসিং ট্র্যাকে গতির রেকর্ড ভাঙল শাওমির বৈদ্যুতিক গাড়ি। সংস্থার হাই-পারফরম্যান্স ইভি প্রোটোটাইপ শাওমি এস৭ আল্ট্রা (Xiaomi S7 Ultra) জার্মানির নুরবার্গিং (Nurburging) ট্র্যাক স্রেফ ৬ মিনিট ৪৬ সেকেন্ডে সম্পূর্ণ করেছে। ফলে ওই ট্র্যাকে দ্রুততম চার দরজার গাড়ির খেতাব পেয়েছে এটি। প্রসঙ্গত, ১৯২৭ সাল থেকেই গাড়ির গতি পরীক্ষার চূড়ান্ত স্থান হিসাবে ২০.৯ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাক ব্যবহার করে আসছে নির্মাতারা।
Xiaomi SU7 Ultra ভাঙল ট্র্যাক রেকর্ড
শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন গতকাল চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে এই সাফল্যের খবরটি প্রথম প্রকাশ করেছিলেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জুন বলেছেন যে অটোমোটিভ শিল্পে নবাগত হিসাবে শাওমি তার প্রথম গাড়ির সাথে এই ট্র্যাক চ্যালেঞ্জ গ্রহণ করে অত্যন্ত দৃঢ় সংকল্প এবং সাহস দেখিয়েছে।
শাওমির এই হাইপারকারের প্রোডাকশন ভার্সন চীনে ৮,০০০ থেকে ৯,০০০ ইউয়ানের মধ্যে লঞ্চ হওয়ার কথা। ২০২৫ সালের মার্চ থেকে বিক্রি শুরু হয়ে যেতে পারে। গাড়িটিতে শাওমির নিজস্ব তিন মোটরযুক্ত অল হুইল ড্রাইভ সিস্টেম রয়েছে। এটি ১.৯৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম। সর্বাধিক স্পিড প্রতি ঘন্টায় ৩৫০ কিলোমিটার। অসীম ক্ষমতার জন্য শাওমির এই গাড়িতে সেগমেন্টের বৃহত্তম ব্রেক দেখা যাবে। এটি কার্বন সিরামিক দিয়ে তৈরি।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে শাওমি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি এসইউ৭ সামনে এনেছিল। চীনে অফিশিয়াল লঞ্চ হয় চলতি বছরের মার্চে। এটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ - স্ট্যান্ডার্ড, প্রো, ও ম্যাক্স। লঞ্চের পর থেকেই গাড়িটি চীনা বাজারে সুপারহিটের তকমা পেয়েছে। আনুষ্ঠানিক ভাবে দাম ঘোষণার এক সপ্তাহ না যেতেই বুকিং ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। শাওমির ইভি প্রোডাকশন প্ল্যান্ট ২০২৫ সালের মাঝামাঝি সময়ে উৎপাদনের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।