Yamaha E-Vino: ইয়ামাহা রেট্রো ডিজাইনের পুঁচকে বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করল, ওজন মাত্র 68 কেজি
জাপানি বহুজাতিক টু-হুইলার নির্মাতা ইয়ামাহা (Yamaha) তাদের নতুন প্রজন্মের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এল। সংস্থাটি জাপানে রেট্রো স্টাইলের E-Vino ইলেকট্রিক স্কুটারের নয়া ভার্সন (2023) লঞ্চ করেছে। নতুন আপডেট বলতে পূর্ববর্তী মডেলের তুলনায় আরও বেশি রেঞ্জ এবং নানারকম কালার অপশন পেয়েছে ই-স্কুটারটি। উল্লেখ্য, সাশ্রয়ী মূল্য এবং সহজ ব্যবহারের জন্য জাপানে অতি জনপ্রিয় পেট্রল চালিত ভিনো স্কুটারটির উপর ভিত্তি করে Yamaha E-Vino তৈরি হয়েছে।
এখন সমগ্র বিশ্বে টু-হুইলারের দুনিয়ায় ইয়ামাহা একটি নেতৃত্ব প্রদানকারী সংস্থা। বাইক এবং মোটরসাইকেলের বিল্ড কোয়ালিটি, স্টাইল এবং পারফরম্যান্সের জন্য জগৎজোড়া সুনাম রয়েছে সংস্থার। এবার তাদের তরফে সদ্য লঞ্চ করা E-Vino বৈদ্যুতিক স্কুটারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
2023 Yamaha E-Vino স্পেসিফিকেশন ও ফিচার্স
রেট্রো ডিজাইনের ইয়ামাহা ই-ভিনোতে রয়েছে সেমি শার্প বেজেল, যা ইলেকট্রিক স্কুটারটিকে অনন্য লুক দিয়েছে। নতুন ফিচারের সাথে কালার অপশনের ছড়াছড়ি রয়েছে এতে। ১২.২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে এসেছে স্কুটারটি। যার সাথে সংযুক্ত একটি ১.২ কিলোওয়াট এসি সিনক্রোনাস মোটর। এর সর্বোচ্চ টর্ক ৭.৮ এনএম। ১০ ইঞ্চি টায়ার যুক্ত স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ উত্তরসূরী মডেলকে ছাপিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
তবে রেঞ্জ খুবই কম, মাত্র ৩২ কিলোমিটার। ফলে এটি শুধু কাছেপিঠে যাওয়ার উপযুক্ত। ইয়ামাহা ই-ভিনোর কার্ব ওয়েট মাত্র ৬৮ কেজি। হালকা ওজনের হওয়ার কারণে স্কুটারটিকে অতিরিক্ত টর্ক পেতে সাহায্য করে। হোয়াইট এবং ব্ল্যাকের পাশাপাশি সিয়ান এবং হোয়াইট সমন্বয়ে কেনা যাবে এটি।
2023 Yamaha E-Vino দাম
ইয়ামাহা ই-ভিনোর দামের প্রসঙ্গে বললে, জাপানের বাজারে এটির যা মূল্য নির্ধারণ করা হয়েছে, টাকার অঙ্কের হিসেবে তার পরিমাণ প্রায় ১.৮০ লক্ষ টাকা। বর্তমানে এটি কেবলমাত্র জাপানের বাজারেই উপলব্ধ বলে জানিয়েছে সংস্থা। তবে আগামীতে বিশ্বের অন্যান্য দেশে স্কুটারটি লঞ্চের পরিকল্পনা রয়েছে ইয়ামাহার। জাপানে ৩০ সেপ্টেম্বর থেকে কেনা যাবে পুঁচকে বৈদ্যুতিক স্কুটারটি।