এ দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার লিজ দেওয়ার ব্যবসায় নামল Yamaha
এতদিন ধরে দু'চাকা গাড়ি বিক্রি করার পর এবার তা ঠিকায় (লিজে) দেওয়া ব্যবসায় প্রবেশ করল ইয়ামাহা (Yamaha)। জাপানের জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাটি তাদের সাবসিডিয়ারি মোটো বিজনেস সার্ভিস ইন্ডিয়া (Moto Business Service India)-র মাধ্যমে ইলেকট্রিক স্কুটার লিজ দেওয়ার ব্যবসার সূচনা করেছে।
ইয়ামাহা তাদের প্রথম লগ্নি করেছে দিল্লির জিপ ইলেকট্রিক (Zypp Electric)-এ। হিরো ইলেকট্রিকের তৈরি আড়াইশোটি বৈদ্যুতিক স্কুটার লজিটিক্স, গ্রোসারি, ফুড, এবং ফার্মা সেক্টরের বিভিন্ন ই-কমার্স সংস্থাকে লিজ দেবে তারা। ফলে দূষণহীন উপায়ে ডেলিভারি দিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখা যাবে। আবার জ্বালানি খরচ শূন্যে নেমে আসবে।
ইয়ামাহার মোটো বিজনেস সার্ভিস ইন্ডিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য শেয়ার্ড এবং রেন্টাল প্ল্যাটফর্মে ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধি। যে সব সংস্থা লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে দু'চাকা ও তিন চাকার বৈদ্যুতিক গাড়ি মোতায়েন করতে চায়, তাদের সঙ্গেও কাজ করতে আগ্রহী ইয়ামাহা। আপাতত দিল্লিতে পরিষেবা শুরু করার কথা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে জিপ ইলেকট্রিকের কাছে ৫ হাজার ই-স্কুটার রয়েছে। যা সাধারণ গ্রাহকদের ভাড়া দেওয়ার পাশাপাশি ই-কমার্স সংস্থাগুলির ডেলিভারির কাজে লাগানো হয়। বর্তমানে শুধু দিল্লি-এনসিআরে পরিষেবা দিলেও চলতি বছরে তা মুম্বই, বেঙ্গালুরু, এবং হায়দরাবাদে প্রসারিত করা হবে। এখন প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০টি ই-ভেহিকেল যোগ করছে তারা। ২০২৪-এর মধ্যে জিপের লক্ষ্য, দেড় লাখের বেশি ইলেকট্রিক স্কুটার মোতায়েন। জোমাটো, সুইগি, বিগ বাস্কেট, অ্যামাজন, ফ্লিপকার্ট, ফার্মইজি, জিওমার্ট-সহ একাধিক নামী সংস্থার সঙ্গে জোটবদ্ধ হয়েছে তারা।