ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে জনপ্রিয় বাইক ও স্কুটারের নতুন এডিশন লঞ্চ করল Yamaha
বেশ কয়েক বছর হল ‘দ্য কল অফ দা ব্লু’ অভিযান চালু করেছে ইয়ামাহা (Yamaha)। যার আওতায় এবারে তিনটি টু হুইলারের আপডেট ভার্সন লঞ্চ করল সংস্থা। মডেলগুলি হচ্ছে – MT-15 V2, Fascino ও Ray ZR। MT-15 V2 আপডেট হিসেবে ফ্রেশ সাইবার গ্রীন কালার অপশন পেয়েছে। আবার বাইকটির সায়ান স্টর্ম DLX কালার স্কিমে নতুন গ্রাফিক্স যুক্ত হয়েছে। এছাড়া, চালকের জন্য অতিরিক্ত সেফটি ফিচার MT-15 V2 DLX-এ দেওয়া হয়েছে হ্যাজার্ড ফাংশন।
MT-15 V2 এর বিদ্যমান কালারের বিক্রি জারি রেখেছে Yamaha
নতুন কালার অপশন নিয়ে আসার সাথেই MT-15 V2 এর বিদ্যমান কালারের বিক্রি জারি রেখেছে Yamaha। এগুলি হচ্ছে – ডার্ক ম্যাট ব্লু, আইস ফ্লুও ভার্মিলিয়ন, মেটালিক ব্ল্যাক এবং রেসিং ব্লু। অর্থাৎ এবারে ক্রেতারা আরও বেশি রঙের বিকল্প থেকে তাদের পছন্দের মডেলটি বেছে নিতে পারবেন।
Fascino 125 Fi Hybrid স্কুটার আপডেট করেছে Yamaha
Fascino 125 Fi Hybrid লাইনআপও আপডেট পেয়েছে। যুক্ত হওয়া নতুন কালার অপশনের তালিকায় রয়েছে সিয়ান ব্লু, সিলভার, ম্যাট কপার এবং মেটালিক হোয়াইট। এছাড়া বিদ্যমান কুল ব্লু মেটালিক, ডার্ক ম্যাট ব্লু এবং ভিভিড রেড অপশনের বিক্রিও জারি থাকবে। ড্রাম ভার্সনে এখন নতুন মেটালিক ব্ল্যাক শেড উপলব্ধ হয়েছে।
Ray ZR 125 Fi Hybrid-এর আপডেট
Ray ZR 125 Fi Hybrid আপডেট হিসেবে ডিস্ক ও ড্রাম ভ্যারিয়েন্টে সিয়ান ব্লু কালার অপশন যোগ করা হয়েছে। অন্যদিকে স্কুটারটির বিদ্যমান কালার অপশন রেঞ্জে রয়েছে – মেটালিক ব্ল্যাক, ডার্ক ম্যাট ব্লু, ম্যাট রেড এবং রেসিং ব্লু-এর বিক্রি জারি থাকবে বলে জানিয়েছে কোম্পানি। Street Rally ভ্যারিয়েন্টে হরেক কালার অপশন অফার করা হয়েছে – ম্যাট কপার, লাইট গ্রে ভার্মিলিয়ন এবং ম্যাট ব্ল্যাক।
এই নতুন সংযোজন সত্ত্বেও, Yamaha MT-15 V2-এর দাম আগের মতোই ₹1.73 লক্ষ টাকা রাখা হয়েছে। Fascino 125 Fi হাইব্রিড ডিস্ক ভ্যারিয়েন্টের দাম 91,130, এবং ড্রাম ব্রেক মডেলের দাম 79,900 টাকা, যেখানে নতুন নেটালিক ব্ল্যাক অপশনের (ড্রাম ব্রেক) মূল্য 79,1500 টাকা। সবশেষে, RayZR 125 Fi হাইব্রিড ডিস্ক ব্রেকের দাম ₹91,430, এবং ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টে নতুন সায়ান ব্লু কিনতে চাইলে 85,030 টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, এগুলির প্রতিটি এক্স-শোরুম প্রাইস।