মোটরসাইকেলপ্রেমীদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে তিনটি নতুন শোরুম চালু করল Yamaha
দক্ষিণের শহর হায়দ্রাবাদে একসঙ্গে তিনটি ব্লু-স্কোয়ার শোরুম উদ্বোধন করল ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড (IYM)। গত সপ্তাহে সংস্থার তরফে এই শোরুমগুলির উদ্বোধন করা হয়। যার মধ্যে প্রথমটি আট্টাপুরে অবস্থিত Ace Motor এর ব্যানারে চালু করা হয়েছে। আর বাকি দুটির মধ্যে একটি মদিনাগুড়া ও অন্যটি আর সি পুরামে অবস্থিত। শেষের দুই শোরুমের নাম যথাক্রমে হট হুইলস অটোমোটিভ এবং রাঘবেন্দ্র মটরস। সবকটি শোরুমেই ইয়ামাহা তার গ্রাহকদের কথা ভেবে প্রোডাক্ট বিক্রি, সার্ভিস এবং যন্ত্রাংশ সমস্ত কিছুর পরিষেবা দেওয়ার উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে।
সংস্থার এই ব্লু-স্কোয়ার শোরুমগুলি চালু করার প্রধান লক্ষ্যই ছিল গ্রাহকদের ইয়ামাহা রেসিং-এর জগতে প্রবেশ করানো। আউটলেটগুলির প্রতিটি অংশেই সংস্থার গৌরবান্বিত অধ্যায়ের প্রকাশ দেখতে পাওয়া যায়। এই শব্দবন্ধ দুটির মধ্যে "ব্লু" শব্দটি রেসিং এর দুনিয়ায় ইয়ামাহার কৃতিত্বকে ব্যাখ্যা করে। অন্যদিকে "স্কোয়ার" শব্দটির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সংস্থার মেলবন্ধন এবং তাদের সমস্ত স্পোর্টি এবং স্টাইলিশ প্রোডাক্টগুলির সংকেত পাওয়া যায়।
বর্তমানের এই টেক-স্যাভি দুনিয়ায় প্রত্যেকটি মানুষ একে অপরের সঙ্গে কোনো না কোনো ভাবে ভার্চুয়ালি সংযুক্ত। এই বিষয়টিকে মাথায় রেখেই ব্লু-স্কোয়ার শোরুমগুলির মাধ্যমে একটি বড়সড়ো কমিউনিটি প্লাটফর্ম চালু করেছে জাপানের এই বাইক নির্মাতা। এর ফলে সাধারণ বাইকপ্রেমীরা বিভিন্ন অসামান্য মোটর বাইক বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান টিপস সংগ্রহ করতে পারবেন। এছাড়াও উন্নত মানের সার্ভিস প্রধানের ক্ষমতা গ্রাহকদের আকর্ষণীয় ক্রয় করার অভিজ্ঞতা এই সমস্ত কিছুই সঠিকভাবে পৌঁছে দিতে সুদক্ষ কর্মচারী নিযুক্ত করা হয় এই সমস্ত ইয়ামাহা ব্লু-স্কোয়ার শোরুমে।
প্রসঙ্গত, ইয়ামাহার একমাত্র ম্যাক্সি স্কুটার Aerox 155 মডেলটি এই ব্লু-স্কোয়ার শোরুম এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে সারা ভারতের বিভিন্ন বড় শহরগুলিতে একাধিক এমন আউটলেট চালু করেছে তারা। ব্লু-স্কোয়ার শোরুম এর মাধ্যমে ইয়ামাহার যে মডেলগুলি আপনি কিনতে পারবেন সেগুলি হল- YZF-R15 V4 (১৫৫ সিসি), YZF-R15S V3 (১৫৫ সিসি), MT-15 V2 (১৫৫ সিসি)।
অন্যদিকে, ব্লু কোর প্রযুক্তি সম্বলিত মডেলগুলি হল- FZS-Fi V4 (১৪৯ সিসি), FZS-Fi V3 (১৪৯ সিসি), FZ-Fi V3 (১৪৯ সিসি), FZ-X (১৪৯ সিসি)। স্কুটারের মধ্যে রয়েছে- Fascino 125 Fi Hybrid (১২৫ সিসি), Ray ZR 125 Fi Hybrid (১২৫ সিসি), Ray ZR Street Rally 125 Fi Hybrid (১২৫ সিসি)।