দাম ও শক্তিতে Yamaha, MV Augusta-দের টেক্কা দেবে, তিন সিলিন্ডার ইঞ্জিন দিয়ে নয়া বাইক লঞ্চ করবে Zontes
Triumph, Yamaha, এবং MV Agusta-র মতো সংস্থা তাদের ইন-লাইন থ্রি সিলিন্ডার ইঞ্জিনের জন্য বিখ্যাত। এই রকম শক্তিশালী ইঞ্জিনের সাথে আসা মিডলওয়েট মোটরসাইকেলের দামও হয় সাধারণের ধরাছোঁয়ার বাইরে। তবে সম্প্রতি ভারতের বাজারে যাত্রা শুরু করা Zontes এর সৌজন্যে তার চিত্রপটে বদল ঘটতে দেখা যেতে পারে।
Benelli-র সঙ্গে সম্পর্ক থাকা ব্র্যান্ডটি ৮০০ সিসি লিকুইড কুল্ড তিন সিলিন্ডারযুক্ত ইঞ্জিনের উপরে কাজ শুরু করেছে। Zontes-এর বর্তমান লাইনআপে ১২৫ সিসি থেকে ৩৫০ সিসির টু-হুইলার আছে। যে কারণে ওই ইঞ্জিনের সাথে আসা বাইকটি হবে তাদের ফ্ল্যাগশিপ মডেল। তাদের প্রোডাক্ট সাধারণত ভ্যালু ফর মানি হিসাবে পরিচিত। ফলে থ্রি-সিলিন্ডার ইঞ্জিন সহযোগে আসতে চলা মডেলটি অপেক্ষাকৃত কম দামে বাজারে ছাড়া হবে বলে আশা করা যায়।
একটি সূত্র জানাচ্ছে, Zontes এর ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের আউটপুট ১০০ বিএইচপির কাছাকাছি হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে পাঁচটি মোটরসাইকেল নিয়ে আসার ঘোষণা করেছে সংস্থাটি - 350R, 350T ADV, 350T, 350X এবং GK350। বাইকগুলি নেকেড, স্পোর্টস, ক্যাফে রেসার, ট্যুরার এবং অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে আসবে। সংস্থার দাবি, ৮০ শতাংশ যন্ত্রাংশ এবং কম্পোনেন্ট নিজেরাই প্রস্তুত করে এবং বাকি যন্ত্রাংশগুলি যেমন ফুয়েল ইনজেকশন সিস্টেম, এবিএস, টায়ার এবং পিস্টন অন্য ব্র্যান্ড তাদেরকে সরবরাহ করে।
ভারতে বাইক বিক্রি ও পরিষেবা দেওয়ার জন্য বেনেলি, কিওয়ে, ও মোটো মোরিনির ডিস্ট্রিবিউটর আদিশ্বর অটো রাইড ইন্ডিয়াসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জন্টিস। এ দেশে তাদের প্রতিটি মডেলে ৩৪৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ইঞ্জিন ব্যবহার করা হবে। যা ৯,৫০০ আরপিএম গতিতে ৩৮ বিএইচপি ক্ষমতা এবং ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩২ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে৷ পুজোর মরসুমে লঞ্চ হবে বলে আশা করা যায়।