Android 16 Features: সর্বপ্রথম এই ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট, পাওয়া যাবে আইফোনের জনপ্রিয় এই ফিচার

Android 16 Features - ২০২৫ সালের এপ্রিল-জুন নাগাদ চলে আসবে অ্যান্ড্রয়েড ১৬। ব্যবহারকারীরা যাতে দ্রুত সফটওয়্যার আপডেট করতে পারেন সেই উদ্দেশ্যেই সময়ের আগে লঞ্চ করা হবে নতুন ওএস।

Update: 2024-11-06 11:57 GMT

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারী সবথেকে বেশি। তাই নিরাপত্তা জোরদার রাখার জন্য প্রতি বছর নানা ফিচার সহ নতুন ওএস (অপারেটিং সিস্টেম) ভার্সন আনে গুগল। এটা সাধারণত হয়ে থাকে বছরের দ্বিতীয়ার্ধে। তবে অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) এর ক্ষেত্রে অত দেরি করতে চায় না মার্কিন সংস্থা। চলতি বছরে ইতিমধ্যেই এসেছে অ্যান্ড্রয়েড ১৫, যা এখনও প্রচুর মানুষ ব্যবহারই শুরু করেনি। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ১৬ আসতে চলেছে বলে খবর।

এপ্রিলে আসছে নতুন ওএস অ্যান্ড্রয়েড ১৬

সূত্রের খবর বলছে, ২০২৫ সালের এপ্রিল-জুন নাগাদ চলে আসবে অ্যান্ড্রয়েড ১৬। ব্যবহারকারীরা যাতে দ্রুত সফটওয়্যার আপডেট করতে পারেন সেই উদ্দেশ্যেই সময়ের আগে লঞ্চ করা হবে নতুন ওএস। জানা গিয়েছে, সবার আগে পিক্সেল ফোনে মিলবে এই আপডেট।

জুন থেকেই আপডেট পেতে শুরু করবে পিক্সেল ব্যবহারকারীরা। তবে পিক্সেল ছাড়া আর কোন কোন ব্র্যান্ডের ফোনে পাওয়া যাবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ এই ধরনের আপডেট হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির জন্য শুরুতে রোল আউট করা হয়। সেক্ষেত্রে গুগলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাকি ব্র্যান্ডগুলি ওই সময় ফ্ল্যাগশিপ ফোন আনে কিনা সেটাই এখন দেখার।

অ্যান্ড্রয়েড ১৬ এর ফিচার

টেক মহলে গুঞ্জন, নতুন অ্যান্ড্রয়েড ১৬ এর একটি গুরুত্বপূর্ণ ফিচার হতে চলেছে ‘রিচ অনগোয়িং নোটিফিকেশন’। এটা অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ড ফিচারের মতো। এতে বিভিন্ন অ্যাপ থেকে আসা নোটিফিকেশনগুলির কালার, টেক্সট এবং আইকন কাস্টমাইজ করা যাবে। আরও আকর্ষণীয় হয়ে উঠবে স্ট্যাটাস বার।

আরও একটি উল্লেখ্য ফিচার হল ‘বাবল এনিথিং’। এর মাধ্যমে স্মার্টফোন ও ট্যাব উভয় ডিভাইসেই যেকোনও অ্যাপ চালাতে পারবেন। এর অর্থ মাল্টি টাস্কিং আরও ভালো করে করা যাবে স্মার্টফোনে। আপাতত এই দুই ফিচার সম্পর্কে জানা গিয়েছে। শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৬-এ আর কী কী ফিচার থাকবে সেই তথ্য প্রকাশ করতে পারে গুগল।

Tags:    

Similar News