Apple 90Hz Display: সুখবর! অ্যাইপ্যাড সহ আইম্যাকে থাকবে অ্যাপলের নতুন ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

Apple 90Hz Display - অ্যাপল নতুন লিকুইড মোশন ডিসপ্লে প্যানেলের উপর কাজ করছে, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আসন্ন এম৩ আইপ্যাড এয়ার মডেলে এই ডিসপ্লে থাকবে।

Update: 2024-11-05 10:42 GMT

এই মুহূর্তে ডিসপ্লের উপর জোর দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ডগুলি। ক্রেতারা এখন ক্যামেরা, প্রসেসরের পাশাপাশি ভালো ডিসপ্লের ফোন খোঁজ করে। যেকারণে অ্যাপল এবার নতুন ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের উপর কাজ শুরু করেছে। অ্যাপল প্রোডাক্ট অনুরাগী জেসন স্নেল ও মাইক হার্লে তাদের সাম্প্রতিক পডকাস্টে এই দাবি করেছেন। পাশাপাশি তারা বলেছেন যে, আইপ্যাড এয়ার, আইম্যাক, স্টুডিও ডিসপ্লেতে এই ডিসপ্লে ব্যবহার করা হবে।

অ্যাপল নতুন ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের উপর কাজ করছে

জেসন স্নেল ও মাইক হার্লে জানিয়েছেন যে, অ্যাপল নতুন লিকুইড মোশন ডিসপ্লে প্যানেলের উপর কাজ করছে, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আসন্ন এম৩ আইপ্যাড এয়ার মডেলে এই ডিসপ্লে থাকবে। এছাড়া ২৪ ইঞ্চি আইম্যাক ও স্টুডিও ডিসপ্লেতে এই ডিসপ্লে ব্যবহার করা হবে।

এই মুহূর্তে অ্যাপলের কাছে কোনো ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে নেই। সংস্থাটি হয় তাদের ডিভাইসে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করে নইলে ১২০ হার্টজ প্রোমোশন ডিসপ্লে ব্যবহার করে। এদিকে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে, আইফোন ১৭ সিরিজের সমস্ত মডেলে ১২০ হার্টজ প্রোমোশন ডিসপ্লে থাকবে। যেখানে আইফোন ১৩ সিরিজ থেকে কেবল প্রো মডেলের জন্য এই ডিসপ্লে বরাদ্দ ছিল। আর বেস ও প্লাস মডেলে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হত।

উল্লেখ্য, অ্যাপল নিজে কোনো ডিসপ্লে তৈরি করে না। সংস্থার প্রোমোশন ডিসপ্লে স্যামসাং ও এলজি তৈরি করে থাকে। যদিও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে তৈরি করে চীনের সংস্থা। যদিও নতুন এই ডিসপ্লে কারা তৈরি করবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, নতুন আইপ্যাড এয়ার আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। এতে এম৩ চিপ থাকবে। এই আইপ্যাডে নতুন ডিসপ্লে থাকতে পারে।

Tags:    

Similar News