Indonesia Bans Google Pixel Phones: আইফোনকে 'বেআইনি' ঘোষণার পর গুগল স্মার্টফোনকে নিষিদ্ধ ঘোষণা করল এই দেশ
Indonesia Bans Google Pixel Phones - আইফোনের পর গুগলের স্মার্টফোন সিরিজ পিক্সেল ফোনের বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া। অফিশিয়ালি কোনও গুগল পিক্সেল বিক্রি হবে না দেশে এমনটা জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
আইফোনের পর গুগলের স্মার্টফোন সিরিজ পিক্সেল ফোনের বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া। অফিশিয়ালি কোনও গুগল পিক্সেল বিক্রি হবে না দেশে এমনটা জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দুই শীর্ষস্থানীয় মার্কিন সংস্থার স্মার্টফোন নিষিদ্ধ করার কঠোর পদক্ষেপ নিয়েছে এই দেশ। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া? মূলত, ইন্দোনেশিয়ার ‘ডোমেস্টিক কম্পোনেন্ট লেভেল’ বা টিকেডিএন সার্টিফিকেশন না মানার কারণেই পদক্ষেপ। এই আইনের অধীনে সমস্ত কোম্পানিকে পণ্যের ৪০ শতাংশ দেশের মধ্যে উৎপাদন করতে হবে। তার ভিত্তিতে দেওয়া হবে ছাড়পত্র।
কিন্তু টেক রিপোর্ট বলছে, ফোনের ৪০ শতাংশ স্থানীয় উৎপাদনের নিয়ম মেনে চলেনি গুগল। ফলে সে দেশে এই ফোনের বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন নিষিদ্ধ হওয়ার পিছনে শুধু এই কারণ রয়েছে এমনটা নয়। দেশীয় কোম্পানিগুলির বিক্রি বাড়াতে আইফোন ও পিক্সেল নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার।
দেশীয় কোম্পানিগুলির মনোবল বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে তারা। ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি আন্তোনি আরিফ জানিয়েছেন, “ইন্দোনেশিয়ার সকল বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে আমরা এই নিয়মগুলি আনার সিদ্ধান্ত নিয়েছি। গুগলের পণ্যগুলি নিয়ম মেনে চলেনি, তাই সেগুলি এখানে নিষিদ্ধ করা হয়েছে”।
বিক্রি বন্ধ আইফোন ১৬ মডেলের
গুগল পিক্সেল নিষিদ্ধ হওয়ার কয়েকদিন আগে আইফোন ১৬ বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইন্দোনেশিয়া। সে দেশের সরকারের দাবি, লগ্নি সংক্রান্ত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে অ্যাপল। তাই এই কঠোর পদক্ষেপ। শুধু তাই নয়, আইফোনকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছেন ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসস্মিতা।
এই ধরনের ডিভাইসের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য নাগরিকদের বার্তা দিয়েছেন তিনি। এই টিকেডিএন সার্টিফিকেশন পেতে ব্যর্থ হয়েছে গুগল এবং অ্যাপল দুই সংস্থাই। যার ফলে দুই কোম্পানির স্মার্টফোনের বিক্রি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। তার বদলে দেশীয় কোম্পানির তৈরী মোবাইল ব্যবহার করার বার্তা দেওয়া হয়েছে নাগরিকদের।