Redmi K80 First Look: রেডমি কে৮০ সিরিজের প্রথম ছবি প্রকাশ্যে এল, গোলাকার ক্যামেরা মডিউল সহ আর কি কি থাকবে

Redmi K80 First Look - শাওমির গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি চীনের প্রেসিডেন্ট ওয়াং শাওয়ান রেডমি কে৮০ সিরিজের একটি স্মার্টফোনের ছবি শেয়ার করেছেন।

Update: 2024-11-03 18:15 GMT

Redmi K80 First Look Image

চলতি মাসে বা ডিসেম্বরে লঞ্চ হতে পারে রেডমি কে৮০ সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি নিয়ে নানা তথ্য সামনে এসেছে। জানা গেছে নয়া সিরিজের ‌রিয়ার প্যানেলের ডিজাইন রেডমি কে৭০ সিরিজের থেকে আলাদা হবে। আজ আবার টিপস্টার স্মার্ট পিকাচু রেডমি কে৮০ সিরিজ সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন। পাশাপাশি শাওমির ভাইস প্রেসিডেন্ট উইবো তে এই সিরিজের একটি ফোনের ছবিও পোস্ট করেছেন।

Redmi K80 সিরিজের ডিজাইন প্রকাশ্যে এল

শাওমির গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি চীনের প্রেসিডেন্ট ওয়াং শাওয়ান রেডমি কে৮০ সিরিজের একটি স্মার্টফোনের ছবি শেয়ার করেছেন। যদিও এতে প্রোটেক্টিভ কেস পরানো ছিল। তবে স্পষ্ট দেখা গেছে যে এতে গোলাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে। উল্লেখ্য, রেডমি কে৭০ সিরিজে আয়তকার ক্যামেরা মডিউল ছিল। ফলে আগের রিপোর্ট যে সত্যি ছিল তা এই ছবি নিশ্চিত করেছে।

আমরা জানি শাওমি সিভি সিরিজের ফোনে গোলাকার রিয়ার ক্যামেরা ডিজাইন দেখা যায়। রেডমি কে৮০ সিরিজের রিয়ার ডিজাইন এখান থেকেই অনুপ্রাণিত বলে মনে হচ্ছে। যদিও সামনের দিকের ডিজাইন এখনও অজানা। তবে ট্রেন্ড অনুযায়ী আমাদের অনুমান এতে ফ্লাট ডিসপ্লে দেওয়া হবে। আর প্রিমিয়াম সিরিজ হওয়ায় ডিসপ্লের চারপাশে বেজেল সরু থাকবে।

এদিকে টিপস্টার স্মার্ট পিকাচু বলেছেন যে, শীঘ্রই রেডমি কে৮০ সিরিজের টিজার প্রকাশ করবে শাওমি। যেহেতু কয়েকদিন আগে শাওমি ১৫ সিরিজ লঞ্চ হয়েছে। তাই এই সিরিজের ফোনের কয়েকটি সেলের পর নভেম্বরের শেষে নতুন স্মার্টফোন সিরিজ বাজারে আনা হবে।

জানিয়ে রাখি, সম্প্রতি চীনের থ্রিসি (3C) সার্টিফিকেশন সাইটে রেডমি কে৮০ সিরিজের তিনটি ফোন রেডমি কে৮০, রেডমি কে৮০ই ও রেডমি কে৮০ প্রো কে দেখা গেছে। এরমধ্যে প্রথম ও শেষ মডেলে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর কে৮০ই মডেলটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। আর এই সিরিজের তিনটি ফোনে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।

Tags:    

Similar News