৭০০০ টাকার কমে ভারতে লঞ্চ হল Tecno POP 9 4G, বড় ব্যাটারি সহ রয়েছে খাসা ফিচার

Update: 2024-11-22 18:15 GMT

টেকনো আজ ভারতে পপ ৯ ফোনের ৪জি ভার্সন হিসাবে Tecno POP 9 4G লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। ফিচার হিসেবে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। আর টেকনোর নতুন ডিভাইসের ডিজাইন আইফোন ১৫ থেকে অনুপ্রাণিত। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে টেকনো পপ ৯ ৫জি ভারতে লঞ্চ হয়েছিল। এবার এর ৪জি ভার্সন লঞ্চ হল। ৫জি ভার্সনের ডিজাইন আইফোন ১৬ এর মতো। ব্যাঙ্ক অফার সহ এটি ৮,৯৯৯ টাকায় ভারতে কেনা যায়।

Tecno POP 9 4G এর ভারতে দাম ও সেল ডেট

টেকনো পপ ৯ ৪জি ফোনের ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৬৯৫ টাকা। আগামী ২৬ নভেম্বর থেকে এর সেল শুরু হবে। অ্যামাজন থেকে ডিভাইসটি কেনা যাবে। স্মার্টফোনটি গ্লিটারি হোয়াইট, লাইম গ্রিন ও স্টারটেইল ব্ল্যাক কালারে এসেছে।

Tecno POP 9 5G স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো পপ ৯ ৫জি স্মার্টফোনের সামনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর, ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ৬৪ মেগাপিক্সেল ইএমএমসি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এতে আইপি৫৪ রেটিং উপস্থিত।

Tags:    

Similar News