হারিয়ে যাওয়া জিনিস iPhone ব্যবহারকারীদের সহজে খুঁজে দেবে Apple এর নতুন ফিচার
অ্যাপলের নতুন আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেমে এয়ারট্যাগ এবং ফাইন্ড মাই পরিষেবার জন্য নতুন ফিচার যোগ হতে চলেছে। কোম্পানি জানিয়েছে, এই ফিচার এয়ারট্যাগ ব্যবহারকারীদের এয়ারলাইন্স এবং তৃতীয় পক্ষের সঙ্গে হারিয়ে যাওয়া আইটেমগুলির লোকেশন শেয়ার করার অনুমতি দেবে। শেয়ার আইটেম লোকেশন (Apple Share Item Location) নামে ফিচারটি আসতে চলেছে আইফোনে।
আইওএস ১৮.২ এবং শেয়ার আইটেম লোকেশন ফিচার
আইওএস ১৮.২ পাবলিক বিটা ভার্সনে বিশ্বব্যাপী শেয়ার আইটেম ফিচারটি ইতিমধ্যে চালু হয়েছে। নতুন সিস্টেম ডিসেম্বরে রোল আউট করবে কোম্পানি। আইফোন এক্সএস ও তারপর যে নতুন মডেলগুলি রয়েছে সবেতেই যোগ হবে এই সুবিধা। ব্যবহারকারীর তাদের আইফোন, আইপ্যাড, আইম্যাকে ফাইন্ড মাই অ্যাপে একটি শেয়ার আইটেম লিঙ্ক তৈরি করে তার লোকেশন ট্র্যাক করতে পারবেন।
এই লিঙ্কটি এয়ারলাইন্স, তৃতীয় পক্ষ এবং অন্যান্য বিশ্বস্ত ব্যক্তিদের সাথে শেয়ার করা যাবে। একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারেক্টিভ ম্যাপে আইটেমটিগুলির লোকেশন দেখা যাবে। যখনই নতুন লোকেশন আসবে স্বয়ংক্রিয়ভাবে সেটি ওয়েবসাইটে ভেসে উঠবে। ব্যবহারকারী যখন আইটেমটি ফেরত পাবেন বা শেয়ার করা বন্ধ করতে চাইলে আইটেম লোকেশন লিঙ্কটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তাছাড়া লিঙ্ক তৈরি হওয়ার এক সপ্তাহ পরে স্বয়ংক্রিয়ভাবে সেটির মেয়াদ শেষ হয়ে যাবে।
লোকেশন ট্র্যাক করার জন্য অ্যাপল অ্যাকাউন্ট বা পার্টনার ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে প্রমাণীকরণ করতে হবে ব্যবহারকারীদের। উল্লেখ্য, চাবি, ওয়ালেট, লাগেজ এবং আরও অনেক কিছুর মতো আইটেম ট্র্যাক করার জন্য অ্যাপলের এয়ারট্যাগ অন্যতম সেরা ডিভাইস।
অ্যাপল জানিয়েছে তারা ১৫টির বেশি এয়ারলাইন্সের সঙ্গে হাত মিলিয়েছে। এর মধ্যে রয়েছে - ব্রিটিশ এয়ারওয়েজ, ডেল্টা এয়ারলাইন্স, ইউরোউইংস, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স, লুফথানসা, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স, কোয়ান্টাস, ভার্জিন অ্যাটলান্টিক ইত্যাদি। এছাড়া এয়ার ট্রান্সপোর্ট প্রযুক্তিতে শীর্ষস্থানীয় কোম্পানি SITA-এর সাথেও অংশীদারিত্ব করেছে অ্যাপল।