বন্ধুত্ব বাঁচাতে WhatsApp এর উদ্যোগ, দীর্ঘদিন কথা‌ না বললে নাম সাজেস্ট করবে সংস্থা

Update: 2024-04-10 11:27 GMT

অভিনব ফিচার নিয়ে আসার ক্ষেত্রে WhatsApp-এর জুড়ি মেলা ভার। সংস্থাটি Android এবং iOS ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই একটি নয়া ফিচার চালু করতে চলেছে। আসন্ন এই বৈশিষ্ট্যটি WhatsApp-এ যাদের সাথে দীর্ঘ সময় ধরে কোনো কথোপকথন হয়নি সেগুলিকে সাজেস্ট করবে। আসলে বর্তমানে কর্মব্যস্তময় জীবনে পুরানো বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনরা শুধুমাত্র মোবাইলের কন্টাক্ট লিস্টেই বন্দি থেকে গেছে। তাদের সাথে সময় বের করে দেখাসাক্ষাৎ করা তো দূরের ব্যাপার, কয়েক মিনিট কথা বলাও হয়ে ওঠে না। তবে Meta মালিকাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এই নয়া ফিচার রোলআউট করলে এই সমস্যার সমাধান হতে পারে।

ডাব্লিউএ বিটা ইনফো (WA Beta Info) -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই 'সাজেস্ট কন্টাক্ট টু চ্যাট' ফিচার নিয়ে আসা হবে। রিপোর্টের সাথে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। যেখানে, নির্বাচিত বিটা টেস্টারদের জন্য এই নতুন বৈশিষ্ট্যটি আনা হয়েছে বলে দেখা যাচ্ছে।

স্ক্রিনশট অনুযায়ী, চ্যাট লিস্টের একদম নীচে অবস্থান করবে এই ফিচার। আসন্ন বৈশিষ্ট্যটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চলমান চ্যাটগুলিকে ব্যাহত না করে নতুন চ্যাটিং উইন্ডো অনায়াসে অ্যাক্সেস করতে পারবেন। আবার যারা নতুন 'সাজেস্টেড চ্যাট' শুরু করতে আগ্রহী নন, তারা চ্যাট লিস্টের নীচে অবস্থিত এই ডেডিকেটেড সেকশনটি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন বলে জানা গেছে৷

জানিয়ে রাখি, সাজেস্ট কন্টাক্ট ফর চ্যাট ফিচারটির অ্যাক্সেস বর্তমানে সেইসকল স্বল্প সংখ্যক বিটা পরীক্ষকরা পেয়েছেন যারা টেস্টফ্লাইট (TestFlight) অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ বিটার সর্বশেষ সংস্করণ ইনস্টল করেছেন। মনে করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারের স্টেবল ভার্সন আনুষ্ঠানিকভাবে পর্যায়ক্রমে রোলআউট করা হবে।

উক্ত পোর্টালটি বরাবরই হোয়াটসঅ্যাপ সম্পর্কিত নির্ভরযোগ্য খরব দিয়ে থাকে। কিন্তু যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে এই বৈশিষ্ট্যটি ঘোষণা করা হয়নি, সেহেতু বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না এই মুহূর্তেই।

Tags:    

Similar News