Chandra Grahan Date Time: শুরু হয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভারত ও বাংলাদেশে দেখা যাবে?

By :  techgup
Update: 2024-09-18 03:48 GMT

Chandra Grahan (Lunar Eclipse) Date, Time in India: ২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। ১৮ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ৬টা ১২ মিনিট থেকে শুরু হয়েছে চন্দ্রগ্রহণ, যা চলবে সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগ্রহণের মোট স্থায়িত্ব হবে ৪ ঘণ্টা ৪ মিনিট। তবে বলে রাখি, ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে।

চন্দ্রগ্রহণের মুখ্য সময়

পূর্ণ চন্দ্রগ্রহণের সময় সকাল ৮টা ১৪ মিনিটে। এই সময়ে চাঁদ সবচেয়ে বেশি পৃথিবীর ছায়ায় থাকবে। আর এই গ্রহণ শেষ হবে সকাল ১০টা ১৭ মিনিটে।

https://twitter.com/NASA/status/1836146866737606728

চন্দ্রগ্রহণ লাইভ কীভাবে দেখবেন

আপনি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ NASA ও Time and Date ওয়েবসাইট থেকে লাইভ দেখা যাবে। এছাড়া এই লিংকে ক্লিক করেও চন্দ্রগ্রহণ লাইভ দেখতে পারেন।

চন্দ্রগ্রহণের তারিখ ও সময়

১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরু হবে সকাল ৬টা ১২ মিনিটে।

আংশিক গ্রহণ শুরু - সকাল ৭টা ৪৪ মিনিটে।

পূর্ণ গ্রহণ শুরু – সকাল ৮টা ১৪ মিনিট।

আংশিক গ্রহণ শেষ – সকাল ৮টা ৪৪ মিনিট।

গ্রহণের সমাপ্তি – সকাল ১০টা ১৭ মিনিট।

ভারতে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ

আগেই বলেছি, ভারতীয়রা এই চন্দ্রগ্রহণ চাক্ষুষ করতে পারবে না। সকালে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে এই চন্দ্রগ্রহণ আকাশে দেখা যাবে না।

Tags:    

Similar News