নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel 9 Pro XL ফোন সম্পর্কে এমনই তথ্য উঠে এল।

Update: 2024-08-24 11:05 GMT

গুগল তাদের সাম্প্রতিকতম ফ্ল্যাগশিপ Google Pixel 9 সিরিজের ডিভাইস লঞ্চ করেছে, যার মধ্যে মোট চারটি মডেল রয়েছে – Google Pixel 9, Google Pixel 9 Pro, Google Pixel 9 Pro XL এবং Google Pixel 9 Pro Fold। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে বেঞ্চমার্ক ফলাফল সামনে এসেছে, যা হাইলাইট করে যে Tensor G4 চিপে তার পূর্বসূরি প্রসেসরের সবচেয়ে বড় সমস্যাটি বজায় রয়েছে। এটিও তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কর্মক্ষমতা হ্রাস করছে। কিন্তু পারফরম্যান্স থ্রটলিং কি বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রেও লক্ষণীয় হয়ে ওঠছে, নাকি এই সমস্যা কেবলমাত্র বেঞ্চমার্ক পরীক্ষাতেই দৃশ্যমান? আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Google Pixel 9 সিরিজের Tensor G4 চিপ কি ফোনের পারফরম্যান্সে বাধা দিচ্ছে?

অনুসন্ধানের জন্য, ইউটিউবার ডেম টেক মাত্র 9 মিনিটের জন্য সর্বোচ্চ সেটিংসে জেনশিন ইমপ্যাক্ট (Genshin Impact) গেমটি চালান। জানিয়ে রাখি, জেনশিন ইমপ্যাক্ট একটি ওপেন-ওয়ার্ল্ড, অ্যাকশন রোল-প্লেয়িং গেম, যা হেভি অ্যাপ এবং প্রায়শই ফ্ল্যাগশিপগুলির র পারফরম্যান্স ও সামগ্রিক কর্মক্ষমতা উন্নতি পরিমাপ করতে ব্যবহৃত হয়।

বেঞ্চমার্ক ফলাফলের মতো, Google Pixel 9 Pro XL ফোনটি সেকেন্ডের মধ্যে পারফরম্যান্স হ্রাস করা শুরু করে, যা লেটেস্ট ও সর্বশ্রেষ্ঠ চিপসেট এবং অন্যান্য হার্ডওয়্যার সহ আধুনিক ফ্ল্যাগশিপের জন্য স্বাভাবিক নয়। ফোনটি গেমপ্লের তিন মিনিটের মধ্যেই ফ্রেম রেট 32 ফ্রেম প্রতি সেকেন্ড (fps)-এ পৌঁছায়। আর 9 মিনিটের গেমপ্লের পরে, গড় ফ্রেম রেট ছিল 39.2 এফপিএস, যা Tensor G2 চালিত Google Pixel 7 Pro হ্যান্ডসেটের গড় 45.3 এফপিএস ফ্রেম রেটের থেকেও কম৷

অন্যান্য ফ্ল্যাগশিপের সাথে তুলনা করলে, Samsung Galaxy S24 Ultra-তে Snapdragon 8 Gen 3 প্রসেসর 31% উন্নত পারফর্ম করে, যেখানে iPhone 15 Pro Max-এ A17 Pro চিপ 51% বেশি।

কিন্তু, গুগল শেষ পর্যন্ত অতিরিক্ত গরমের সমস্যা সমাধান করেছে বলে মনে করা হচ্ছে। গেমপ্লের সময় ফোনটি তার বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী ডিভাইসের মতো গরম হয়ে ওঠেনি। 9 মিনিটের গেমপ্লের পরে, ফোনটি মাত্র 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সেখানে, Apple iPhone 15 Pro Max এবং Samsung Galaxy S24 Ultra ফোনের তাপমাত্রা যথাক্রমে 40 ডিগ্রি সেলসিয়াস এবং 43 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়। Tensor G4 চিপসেটটি প্রকৃতপক্ষে তার পূর্বসূরিদের তুলনায় একটি উচ্চ শক্তির সাথে আসে, তবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ফোনটি তার শক্তির ব্যবহার (অন্তত কিছু ব্যবহারের ক্ষেত্রে) সীমিত করে বলে মনে করা হচ্ছে। ফোনটি বর্ধিত ব্যাটারি লাইফও অফার করে।

Tags:    

Similar News