এবার আপনার হয়ে কল ধরবে এআই! Google Pixel ফোনে আসছে মজাদার ফিচার
Google Pixel Smartphone wPet AI Reply Feature - ব্যাস্ততার কারণে অনেক সময় জরুরি ফোন রিসিভ করা যায় না। সেই সমস্যা এবার মিটিয়ে দিল এআই। আপনার হয়ে ফোন ধরবে গুগল পিক্সেল। এই ফোনে আসছে নতুন ফিচার এআই রিপ্লাই।
এআইয়ের বিপদ নিয়ে আতঙ্ক ছড়ালেও তার যে অনেক সুফল রয়েছে সেটা একবারে অস্বীকার করা যায় না। সম্প্রতি এমনই একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ শুরু করছে গুগল, যা আপনার কাজ অনেকটাই সহজ করে দেবে। ব্যস্ততা হোক বা অন্য যে কারণই হোক, কল রিসিভ করতে না পারলে আপনার হয়ে রিপ্লাই দেবে এআই। এমনই একটি ফিচার আনছে গুগল পিক্সেল স্মার্টফোন। নাম দেওয়া হয়েছে এআই রিপ্লাই (AI Reply)।
এআই রিপ্লাই আসলে কী?
9to5 গুগলের রিপোর্ট অনুযায়ী, কলারের সঙ্গে আরও দক্ষতার সঙ্গে কথা বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি এমন ভাবে তৈরি করা হচ্ছে, যাতে অপর দিকে থাকা মানুষটি যা বলবে তার সঠিক ও উপযুক্ত একটি প্রতিক্রিয়া তৈরি রাখবে এআই। কল রিসিভ হওয়া মাত্রই তা চলতে শুরু করবে। ঠিক টেপ রেকর্ডারের মতো নয়, কিন্তু মানুষের আবেগ থাকবে সেই প্রতিক্রিয়ায়।
ইতিমধ্যে ফিচারটির বিটা ভার্সন তৈরি করে ফেলেছে গুগল। সংস্থার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে কাজ করবে ফিচারটি। যদিও এআইয়ের উত্তর কয়েকটা বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গিয়েছে। যেমন - ‘ক্যান ইউ সে মোর’, ‘কল মি ব্যাক লেটার’ ইত্যাদি। তবে সময়ের সঙ্গে ফিচারটি আরও জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে বলে মনে করছে সংস্থা।
এই প্রক্রিয়া চালু হলে তার থেকে পাওয়া ফিডব্যাক ও ডেটা কাজে লাগিয়ে আরও উন্নত করবে। আপাতত ফিচারটি গুগল পিক্সেল স্মার্টফোনে চালু হবে বলে জানা গিয়েছে। যদিও কয়েক বছর আগে ঠিক এই ফোনেই ‘কল স্ক্রিন’ নামে একটি বৈশিষ্ট্য চালু হয়। এর মাধ্যমে অজানা কলের উত্তর নিজে থেকেই দিয়ে দেয় স্মার্টফোন। যেমন - টেলিমার্কেটিং কলের উত্তর। তবে কোনও জরুরি কল এলে তার উত্তরে কী জানাবে এআই তা নিয়ে প্রশ্ন রয়েছে। সঠিক প্রতিক্রিয়া না গেলে বিপদ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।