Mediatek মিড রেঞ্জে আনছে Dimensity 8400 প্রসেসর, Xiaomi, Redmi নাকি Poco ফোনে প্রথম দেখা যাবে?

Update: 2024-10-09 16:45 GMT

Mediatek একের পর এক প্রসেসর বাজারে নিয়ে আসছে। সংস্থাটি এবার Dimensity 8400 প্রসেসর লঞ্চ করতে চলেছে। এটি Dimensity 8300 প্রসেসরের উত্তরসূরি হিসেবে আসবে। গিজমোচীনা আজ শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে নতুন এই প্রসেসরের নাম খুঁজে পেয়েছে। ফলে আশা করা যায় শীঘ্রই Mediatek Dimensity 8400 প্রসেসরের সাথে আমরা Redmi, Poco স্মার্টফোন লঞ্চ হতে দেখবো।

গিজমোচীনা তাদের রিপোর্টে বলেছে, মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি প্রসেসর রেডমি, শাওমি ও পোকোর ফোনে পরীক্ষা করা হচ্ছে। কারণ এই প্রসেসরের উপস্থিতি হাইপারওএস অপারেটিং সিস্টেমে তারা খুঁজে পেয়েছে। যদিও নয়া প্রসেসরের স্পেসিফিকেশন জানা সম্ভব হয়নি। তবে হাইপারওএসে এটি MT6899 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখ্য Dimensity 8300 এর মডেল নম্বর ছিল MT6897।

তবে আপনার মনে হতে পারে যে, MT6899 মডেল নম্বর কীভাবে ডাইমেনসিটি ৮ সিরিজের হল? অন্য নামেও তো এটি আসতে পারে। সেক্ষেত্রে বলে রাখি, ডাইমেনসিটি ৮ সিরিজের জন্য মিডিয়াটেক এই মডেল নম্বর প্যাটার্ন অনুসরণ করে। যেমন - Dimensity 8200 প্রসেসরের মডেল নম্বর ছিল MT6896 এবং আগেই বলেছি Dimensity 8300 এর মডেল নম্বর MT6897।

আশা করা যায় চলতি বছরের শেষে বা আগামী বছরের একদম শুরুতে এই প্রসেসর লঞ্চ হবে। আর এই প্রসেসরের প্রথম ফোন লঞ্চ করতে পারে শাওমি। কারণ এই ব্র্যান্ডের ফোনেই প্রসেসরটি পরীক্ষা করা হচ্ছে। Dimensity 8300 এর মতো এটিও মিড রেঞ্জে আসবে। এই প্রসেসরের সাথে আসা স্মার্টফোনগুলির দাম রাখা হতে পারে ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকার মধ্যে।

Tags:    

Similar News