200MP ক্যামেরার Redmi Note 13 Pro+ 5G ফোনের দাম কমলো 4 হাজার টাকা
রেডমি নোট 14 সিরিজ আগামী সপ্তাহে 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Redmi Note 14 এর পাশাপাশি Note 14 Pro এবং Note 14 Pro+ 5G বাজারে আসবে। এই সিরিজ লঞ্চ হওয়ার আগেই এর পূর্বসূরি মডেল Redmi Note 13 Pro + 5G এর দাম অনেকটাই কমানো হল। লঞ্চ সময়ের থেকে হাজার হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে ফোনটি। রেডমির এই মিড বাজেট ডিভাইসে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ অসাধারণ ফিচার আছে।
Redmi Note 13 Pro+ 5G ফোনের উপর অফার
এই রেডমি ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে – 8GB RAM + 256GB, 12GB RAM + 256GB এবং 12GB RAM + 512GB। তবে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এই ফোনের বেস মডেল 18 শতাংশ ছাড়ে 27,998 টাকায় তালিকাভুক্ত আছে।
তবে এর সাথে 4,000 টাকা ফ্ল্যাট ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। এরপরে রেডমির এই ফোনটি 24,998 টাকায় কেনা যাবে। ফিউশন ব্ল্যাক, পার্পল, হোয়াইট এবং ব্লু কালার- এই চারটি রঙে কেনা যাবে ডিভাইসটি।
Redmi Note 13 Pro+ 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এই ডিসপ্লে এইচডিআর 10+, 1800 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।