স্মার্টফোন ছাড়া এক পা-ও চলেন না? Android ব্যবহারকারীরা অবশ্যই মাথায় রাখুন এই চারটি বিষয়

Update: 2023-02-18 08:45 GMT

বর্তমান সময়ে বিশ্বে ৩ মিলিয়নেরও বেশি মানুষ Android স্মার্টফোন ব্যবহার করেন। ফিচার, দাম বিভিন্ন কারণে এই অপারেটিং সিস্টেম বিশিষ্ট ফোন বেশির ভাগের পছন্দের তালিকায় থাকে। কিন্তু এখনকার সময়ে Android হ্যান্ডসেট ইউজারদের জন্য ডেটা লিক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকার আক্রমণ, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে বিপদের আশঙ্কার কথাও সামনে আসছে বারবার। এদিকে এই ব্যস্ত জীবনে স্মার্টফোন ছাড়া এক পা চলাও বেশ মুশকিল, তাহলে এই অস্বস্তি এড়ানোর উপায় কী? সেক্ষেত্রে বলি, কিছু জিনিস আছে যা Android ফোন ব্যবহারকারীদের সবসময় মাথায় রাখা উচিত। না, শুধু হ্যাকিং বা ম্যালওয়্যার হামলা এড়াতে নয়, বরঞ্চ সামগ্রিকভাবে মুঠোফোন ঠিকঠাক রাখতে খেয়াল রাখতে হবে চারটি বিষয়। কী সেগুলি? আসুন জেনে নিই।

নির্বিঘ্নে স্মার্টফোন ব্যবহার করতে মাথায় রাখুন চার-চারটি বিষয়

১. থার্ড পার্টি স্ক্রিন লক ব্যবহার: স্ক্রিন লক, স্মার্টফোনের অন্যতম একটি বৈশিষ্ট্য – পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদির মাধ্যমে হাতের মোবাইলটিকে সুরক্ষিত এবং ব্যক্তিগত রাখা যায়। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ফোনের জন্য কোনো থার্ড পার্টি লক অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই। এই ধরনের অ্যাপ অনেকসময় ফোনের ডেটা চুরি করে।

২. ডেটা ইউসেজ লিমিট কনফিগার: এখন প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে একটি টুল দেওয়া হয় যাতে ইউজার তার ডেটা লিমিট, ইউসেজ চেক/সেট করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট ডেটা প্ল্যান ব্যবহার করেন এবং প্রায়ই আপনার ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আপনি ডেটা লিমিট সেট করে সচেতন থাকতে পারবেন।

৩. অ্যাপ ইনস্টল: স্মার্টফোন ইউজারদের যে বিষয়টি নিয়ে বারবার সচেতন করা হয় তা হল – গুগল প্লে স্টোর ছাড়া কোনও থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত না। এতে আপনার অজান্তেই ফোনে ভাইরাস ইনস্টল হয়ে যেতে পারে।

৪. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল: যদি আপনার ফোনে প্রচুর অ্যাপ ইনস্টল করা থাকে, আর তার মধ্যে বেশ কিছু অ্যাপ যদি কাজে না লাগে, তাহলে সেগুলি আনইন্সটল করাই শ্রেয়। কারণ এই ধরনের অ্যাপ ফোনের স্টোরেজ স্পেস ভর্তি করে রাখে। আবার বলা হয় যে হ্যাকাররা এই ধরনের অ্যাপের মাধ্যমে সহজেই হামলা চালাতে পারে।

Tags:    

Similar News