সব ফোনে ব্যবহার করা যাবে, Ambrane আনল 18W ফাস্ট চার্জিংয়ের ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক

By :  techgup
Update: 2022-08-09 12:12 GMT

মোবাইল অ্যাক্সেসরিজের বাজারে নিজেদের সম্প্রসারিত করার লক্ষ্যে Ambrane সংস্থা ভারতে উন্মোচন করল তাদের নতুন পাওয়ারব্যাঙ্ক, যার নাম Aerosync PB-10। এই মাল্টিপারপাস পাওয়ারব্যাঙ্কটি ১৮ ওয়াট টু-ওয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে, যা ঝঞ্ঝাটহীন ওয়্যারলেস পরিষেবা প্রদান করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে অ্যামব্রেন অ্যারোসিঙ্ক পিবি ১০ পাওয়ারব্যাঙ্কের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ব্ল্যাক কালারের এই পাওয়ারব্যাঙ্ক। এর সাথে পাওয়া যাবে ৩৬৫ দিনের ওয়্যারেন্টি।

Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের স্পেসিফিকেশন

নতুন অ্যামব্রেন অ্যারোসিঙ্ক পিবি ১০ পোর্টেবল পাওয়ারব্যাঙ্কের প্রসঙ্গে বলতে গেলে এটি সিমলেস এক্সপেরিয়েন্স অফার করবে। তাছাড়া এর সাথে দেওয়া হচ্ছে একটি ব্যাক হোল্ডার। চার্জিংয়ের সময় যার ওপর ডিভাইসটিকে রাখা যাবে। এমনকি এতে রয়েছে ম্যাগ সেফ টেকনোলজি, ননস্টিক ওয়্যারলেস চারজিং সার্ভিস এবং শক্ত ম্যাগনেটিক গ্রিপ। ফলে হাত থেকে বা কোনো উঁচু জায়গা থেকে পিছলে যাওয়া বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। শুধু তাই নয়, পাওয়ারব্যাঙ্কটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এবার আলোচনা করা যাক পাওয়ারব্যাঙ্কটির ব্যাটারি প্রসঙ্গে। এতে দেওয়া হয়েছে ১০,০০০ লিথিয়াম পলিমার ব্যাটারি। সাথে থাকছে ১৫ ওয়াট এবং ২২.৫ ওয়াট কিউসি/পিডি আউটপুট। আবার অ্যামব্রেন অ্যারোসিঙ্ক পিবি ১০ পোর্টেবল পাওয়ারব্যাঙ্কে ওয়্যারলেস এবং ওয়্যার্ড উভয় চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। তাছাড়া এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটে যেকোনো স্মার্টফোন ৫০% চার্জ দেওয়া সম্ভব। তদুপরি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে পাওয়ারব্যাঙ্কটি ৩ ঘন্টা ১০ মিনিটে নিজে পুরোপুরি চার্জ হয়ে যাবে। এমনকি ইউএসবি টাইপ সি পোর্ট সমর্থনকারী যে কোনো ডিভাইস পাওয়ারব্যাঙ্কটির মাধ্যমে চার্জ দেওয়া যাবে । সেইসঙ্গে এটি স্পেশাল মাল্টি লেয়ার চার্জিং প্রটেকশন টেকনোলজি সাপোর্ট করায় যেকোনো ধরনের চার্জের সময় সুরক্ষিত থাকবে।

সর্বোপরি Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে টাইপ -সি ইনপুট,দুটি আউটপুট পোর্ট, টাইপ সি পিডি+ একটি ইউএসবি কিউসি।

Tags:    

Similar News