Samsung এর A ও M সিরিজের এই দুই স্মার্টফোনের সাথে বাম্পার অফার, রয়েছে 12 ও 8 জিবি র্যাম
Samsung এর ফোন কেনার দারুন সুযোগ। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাম্পার অফার দিচ্ছে। এই অফারে 8 জিবি ও 12 জিবি র্যামের স্মার্টফোন কেনা যাবে 3 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে। এই সুযোগ পাওয়া যাবে Galaxy A55 5G ও Galaxy M35 5G মডেলের সাথে। আসুন এদের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
জানিয়ে রাখি, স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই দুই স্মার্টফোনের উপর 70 শতাংশ বাইব্যাক দেওয়া হচ্ছে। সাথে রয়েছে স্টুডেন্ট অফার। যেখানে আরও 6 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার Samsung Galaxy A55 5G ও Galaxy M35 5G এক্সচেঞ্জ অফারের সাথেও কেনা যাবে।
আরও পড়ুন : Kawasaki-র সবচেয়ে সস্তা স্পোর্টস বাইকে 10,000 টাকা ছাড়ের ঘোষণা, কিনবেন নাকি
Samsung Galaxy A55 5G এর সাথে ডিসকাউন্ট অফার
স্যামসাং গ্যালাক্সি এ55 5জি মডেলের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 45,999 টাকা। তবে অফারে 3 হাজার টাকা ছাড়ে এটি কেনা যাবে। এই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
আরও পড়ুন : Lava Agni 3 5G সস্তায় সেকেন্ডারি ডিসপ্লের সাথে বাজারে ঝড় তুলবে, দাম কত থাকবে
আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাক মিলবে। এছাড়া আগেই বলেছি যে, এর সাথে 70 শতাংশ বাইব্যাকও দেওয়া হচ্ছে। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 20 হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ55 5জি স্মার্টফোনে আছে 120 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
Samsung Galaxy M35 5G এর সাথেও লোভনীয় অফার
Samsung Galaxy M35 5G ফোনের 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফিসিয়াল ই-স্টোরে 24,499 টাকায় তালিকাভুক্ত আছে। তবে আপনি ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে 2 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের দেওয়া হবে 10 শতাংশ ক্যাশব্যাক।
আরও পড়ুন : iPhone 17 Pro Max এর হাত ধরে আইফোনে বিপ্লব আনছে Apple, প্রথমবার থাকবে এই সুবিধা
এর সাথেও 70 শতাংশ বাইব্যাক অফার রয়েছে। স্যামসাংয়ের এম সিরিজের এই ডিভাইসে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।