ফ্লিপকার্ট দিওয়ালি সেলে ৩১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এই ৫ স্মার্টফোন
ফ্লিপকার্টে শুরু হয়ে গেছে দীপাবলি সেল। আর এই সেলে বিভিন্ন সেগমেন্টের ফোনে পাওয়া যাচ্ছে চিত্তাকর্ষক ডিসকাউন্ট। যার মধ্যে ভিভো টি৩ আল্ট্রা, নার্থিং ফোন ২এ প্লাস, মোটোরোলা এজ ৫০ প্রো, ওপো এফ২৭ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ এসই সহ বেশ কিছু ডিভাইস উপস্থিত। আর এই সেল চলাকালীন পাওয়া যাবে বিভিন্ন ব্যাঙ্ক অফারও। তাই আপনি যদি এই মুহূর্তে কোনো নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এই সুযোগকে কাজে লাগাতে পারেন। আসুন উপরে উল্লেখিত ডিভাইসের ফ্লিপকার্ট দিওয়ালি সেলে দাম এবং এদের স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।
ভিভো টি৩ আল্ট্রা
আপনি যদি ভালো ব্যাটারি এবং পারফরম্যান্স পেতে চান তাহলে ভিভো টি৩ আল্ট্রা অবশ্যই আপনার জন্য আদর্শ হতে পারে। আর এই দিওয়ালি সেলের সময় আপনি এটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ২৮,৯৯৯ টাকায়।
এই ডিভাইসে হিসেবে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর, যা স্মুথ মাল্টি টাস্কিং এবং ল্যাগ বিহীন গেমিং অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এতে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। সাথে এই স্মার্টফোনে পাওয়া যাবে চিন্তাকর্ষক ক্যামেরা সেটআপ, যেটি দিনের আলোতে অত্যন্ত প্রাণবন্ত ছবি ক্যাপচার করতে সক্ষম। আর এটি পোর্ট্রেট মোডে এমন ছবি তুলতে সক্ষম, যা প্রফেশনাল ফটোগ্রাফারদেরও হার মানাবে।
নার্থিং ফোন ২এ প্লাস
ফ্লিপকার্ট দিওয়ালি সেলের সময় আপনি নার্থিং ফোন ২এ প্লাস পেয়ে যাবেন ২১,৯৯৯ টাকায়। যারা এই বাজেটের স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি সত্যিই একটি ভালো ফোন। কারণ, এতে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩৫০ প্রো ৫জি চিপসেট। এই ডিভাইসটি নাথিং ওএস দ্বারা চালিত। সংস্থাটি এই ফোনের সাথে ৩ বছর সফটওয়্যার আপডেট দেবে। আর ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
মোটোরোলা এজ ৫০ প্রো
এখন মোটোরোলা এজ ৫০ প্রো ডিভাইসটি ফ্লিপকার্টে ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ২৭,৯৯৯ টাকায় উপলব্ধ। এই ফোনে আছে ৬.৭ ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে, যা ১২০ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট। যারা গেমিং-এর জন্য একটি স্টাইলিশ এবং দুর্দান্ত ব্যাটারি লাইফ বিশিষ্ট কোনো স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটি ভালো হতে পারে।
ওপ্পো এফ২৭ প্রো প্লাস
এই মুহূর্তে বাজারের আরেকটি অন্যতম দুর্দান্ত ডিভাইস হল ওপ্পো এফ২৭ প্রো প্লাস। দিওয়ালি সেলে এটি পাওয়া যাবে ২৫,২০০ টাকায়। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্ট রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য আছে মিডিয়াটেক ৭০৫০ চিপসেট। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটি জল প্রতিরোধের জন্য আইপি ৬৯ রেটিংও অফার করে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই
যদিও স্যামসাংয়ের ফোনটি ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে, এটি এখন ফ্লিপকার্ট দিওয়ালি সেলে ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্যামসাংয়ের এই ডিভাইসে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আইপি ৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি।