২০ হাজার টাকার কমে ৫ সেরা 5G ফোন, সবচেয়ে কম দাম ১২২৪৯ টাকা, OnePlus, Redmi রয়েছে লিস্টে

Update: 2022-09-30 16:49 GMT

চলছে Amazon Great Indian Festival 2022 সেল। এই সেলে 5G ফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি SBI ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়। এছাড়া Amazon Pay ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের দেওয়া হচ্ছে আনলিমিটেড ক্যাশব্যাক। এতো অফারের পর আপনি যদি ২০,০০০ টাকার কমে ভালো কোনো 5G ফোন কিনতে চান, তাহলে সে ইচ্ছা পূরণ হবে। আসুন Amazon Great Indian Festival 2022 সেলে ২০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা 5G ফোনগুলি দেখে নেওয়া যাক।

২০ হাজার টাকার কমে ৫টি 5G স্মার্টফোন

Realme Narzo 50 5G

রিয়েলমি নারজো ৫০ ৫জি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ১২,২৪৯ টাকায় উপলব্ধ। তবে এসবিআই ব্যাংকের কার্ড ব্যবহারকার করে কিনলে আরও ৭৫০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।

Redmi 11 Prime 5G

রেডমি ১১ প্রাইম ৫জি এখন পুজো সেলে ১২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনের উপর ১২,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ফোনটি ৬২১ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। এই ফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সহ রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে।

iQoo Z6 Lite 5G

আইকো জেড৬ লাইট ৫জি এর বেস মডেল অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ১৩,৯৯৯ টাকায় উপলব্ধ। আবার ব্যাংক অফারে ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর সহ রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

OnePlus Nord CE 2 Lite 5G

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইক ৫জি মাত্র ১৮,৯৯৯ টাকায় অ্যামাজনে বিক্রি হচ্ছে। সাথে ৭৫০ টাকার ব্যাংক অফারও উপলব্ধ। এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে।

Redmi Note 11 Pro + 5G

রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল থেকে ২০ শতাংশ ছাড়ে কেনা যাবে। এটি ১৯,৯৯৯ টাকায় উপলব্ধ। তবে এসবিআই ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীরা পাবেন আরও ৭৫০ টাকা অফ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Tags:    

Similar News