স্টাইলাস ডিজাইন সহ Cosmos Pro ও Cosmos Leap স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
ভারতীয় ইলেকট্রনিক ব্র্যান্ড Pebble লঞ্চ করল তাদের নতুন দুটি ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, যাদের নাম Cosmos Pro এবং Cosmos Leap। এর মধ্যে পেবল কসমস প্রো স্মার্টওয়াচ ১.৭ ইঞ্চি কার্ভড এইচডি ডিসপ্লের সাথে এসেছে। অন্যদিকে, কসমোস লিপ স্মার্টওয়াচে দেওয়া হয়েছে শক্তপোক্ত রাউন্ড শেপের ডায়াল। ব্লুটুথ কলিং ফিচার ছাড়াও উভয় স্মার্টওয়াচেই রয়েছে ডুয়েল SpO2 সেন্সর এবং হার্ট রেট ট্র্যাকার। আসুন Cosmos Pro এবং Cosmos Leap স্মার্টওয়াচ দুটির দাম, ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।
Cosmos Pro এবং Cosmos Leap স্মার্টওয়াচ দুটির দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে পেবল কসমস প্রো স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। স্পেস ব্ল্যাক, মিডনাইট গোল্ড, আইভরি গোল্ড এবং গ্রাফাইট ব্লু এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই স্মার্টওয়াচটি। অন্যদিকে, পেবল লিপ স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন ছাড়াও সংস্থার নিজস্ব ওয়েবসাইটে মিলিটারি গ্রীন এবং প্রিমিয়াম ব্ল্যাক, এই দুটি কালার অপশনে ঘড়িটি উপলব্ধ।
Cosmos Pro এবং Cosmos Leap স্মার্টওয়াচ দুটির ফিচার ও স্পেসিফিকেশন
কসমোস প্রো স্মার্টওয়াচে আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং মিউজিক স্টোর করে রাখার জন্য ইন- বিল্ট স্টোরেজ। এছাড়াও থাকছে ওয়্যারলেস ইয়ারফোন কানেক্টিভিটি এবং হেলথ মনিটরের জন্য নির্দিষ্ট অ্যাডভান্সড অপটিক্যাল সেন্সর। এই স্মার্টওয়াচটির বডি প্রিমিয়াম স্টিলের তৈরি।
অন্যদিকে, ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এটি একবার চার্জে ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করেছে সংস্থাটি। তদুপরি, এতে রয়েছে ১০০টিরও বেশি ওয়াচফেস, একাধিক স্পোর্টস মোড , হাইড্রেশন অ্যালার্ট, স্টেপ পিডিওমিটার, ক্যালরি বার্ন, স্লিপ মনিটর, থিয়েটার মোড ইত্যাদি।
এবার আলোচনা করা যাক কসমোস লিপ স্মার্টওয়াচটি নিয়ে। সবরকম পরিস্থিতিতে ব্যবহার করার জন্য নবাগত স্মার্টওয়াচটি স্টাডি ডিজাইনের সাথে এসেছে। তাছাড়া ঘড়িটি জল প্রতিরোধী আলট্রা টাফ ডায়ালের সাথে আল্ট্রা হাই কোয়ালিটি সিলিকন স্ট্র্যাপ যুক্ত। শুধু তাই নয়, এতে দেওয়া হয়েছে ১.৩ ইঞ্চি ব্রাইট এইচডি ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 ট্র্যাকার এবং অন্যান্য হেলথ ফিচার।
অন্যদিকে, এর ইনবিল্ট মাইক, স্পিকার থাকার দরুন পকেট থেকে ফোন বের না করেই শুধুমাত্র হাতের ঘড়ি থেকেই ইউজাররা কল করতে এবং কল রিসিভ করতে পারবেন। সংস্থাটি দাবি করেছে একবার চার্জে Cosmos Leap স্মার্টওয়াচটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হাইড্রেশন অ্যালার্ট, মাল্টিপল স্পোর্টস মোড, স্টেপ পিডিওমিটার, স্লিপ মনিটর ইত্যাদি।