Motorola-র 50MP সেলফি ক্যামেরার ফোন ফের হল সস্তা, 13 ডিসেম্বর পর্যন্ত অফার

Motorola Edge 50 Pro ফোনটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ সহ আসে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে।

Update: 2024-12-08 05:26 GMT

Motorola চলতি বছরে বেশ কয়েকটি দুর্দান্ত সেলফি ক্যামেরার ফোন‌ লঞ্চ করেছে। এরমধ্যে অন্যতম Motorola Edge 50 Pro। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আর সবচেয়ে বড় বিষয় হল গত 6 ডিসেম্বর থেকে শুরু হওয়া ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে এই ফোনটি কম দামে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টের পর এর 12GB র‌্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এই সেল আগামী 13 ডিসেম্বর পর্যন্ত চলবে।

তবে অফার এখানেই শেষ নয়! ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে Motorola Edge 50 Pro এর উপর 3,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই ছাড় পাওয়ার জন্য অ্যাক্সিস বা আইডিএফসি ব্যাঙ্কের কার্ড (নন-ইএমআই লেনদেন) ব্যবহার করতে পেমেন্ট করতে হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% অতিরিক্ত ক্যাশব্যাক মিলবে। আবার এক্সচেঞ্জ অফারে 31,300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Motorola Edge 50 Pro এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলার এই সেলফি কেন্দ্রীক ফোনের সামনে দেখা যাবে 2712x1220 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি 1.5K pOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে।

এই মটোরোলা ফোনটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ সহ আসে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা।

এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 4500mAh এবং এই ব্যাটারি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া রয়েছে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে IP68 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং পাবেন।

Tags:    

Similar News