৬ হাজার টাকা ডিসকাউন্ট, Poco -র বাজেট ফোন অনেক সস্তায় মিলবে Flipkart Big Billion Days সেলে
Flipkart Big Billion Days Sale : ভারতের অন্যতম দুটি ই-কমার্স জায়ান্ট Flipkart এবং Amazon আগামী ২৩শে সেপ্টেম্বর তাদের অফিসিয়াল সাইটে বার্ষিক সেল লাইভ করতে চলেছে। পূর্ববর্তী প্রতিবেদনে আমরা Amazon Great Indian Festival Sale -এ স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার সম্পর্কে জানিয়েছি। এবার আমরা Flipkart আয়োজিত 'Big Billion Days Sale' -এ Poco ব্র্যান্ডের স্মার্টফোনগুলিকে কিরূপ ডিসকাউন্ট তথা অফারের সাথে বিক্রি করা হবে সেই বিষয়ে বলবো। Poco ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, Flipkart -এর এই এক সপ্তাহব্যাপী (৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে) মেগা সেল চলাকালীন X সিরিজ, F সিরিজ এবং M সিরিজের মোট ৫টি ফোনের সাথে দারুণ ছাড় দেওয়া হবে। যার দরুন ন্যূনতম ৯,৭৪৯ টাকা খরচ করে আপনারা একটি নয়া হ্যান্ডসেট নিজের নামে করতে পারবেন। চলুন তাহলে Flipkart Big Billion Days Sale -এ Poco স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের বিশদ দেখে নেওয়া যাক এবার…
ICICI এবং Axis ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে নিয়ে আসা হবে Flipkart Big Billion Days Sale
ফ্লিপকার্ট তাদের বিগ বিলিয়ন ডেজ সেলকে ICICI এবং Axis ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে নিয়ে এসেছে। ফলে আলোচ্য দুটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে সেলে কেনাকাটা করার ক্ষেত্রে গ্রাহকেরা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
Flipkart Big Billion Days Sale -এ অফারের সাথে উপলব্ধ হতে চলেছে এমন Poco স্মার্টফোনের তালিকা
Poco X4 Pro 5G : আপকামিং ফ্লিপকার্ট সেলে পোকো এক্স৪ প্রো ৫জি স্মার্টফোনকে ৪,০০০ টাকা ডিসকাউন্ট সহ মাত্র ১৩,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। ফিচারের কথা বললে, এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে প্যানেল এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে।
Poco F4 5G : পোকোর এফ-সিরিজ অন্তর্গত এই হ্যান্ডসেটকে ২৭,৯৯৯ টাকার পরিবর্তে ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে সেলে। অর্থাৎ ছাড়ের পরিমাণ থাকছে পুরো ৬,০০০ টাকা। ফোনটি, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং ৬৭ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহযোগে আত্মপ্রকাশ করেছিল।
Poco M4 5G : ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে পোকো এম৪ ৫জি স্মার্টফোনের সাথে ফ্লাট ৩,২৫০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর, এটিকে মাত্র ৯,৭৪৯ টাকা খরচ করে পকেটস্থ করতে পারবেন আপনারা। বিশেষত্বের কথা বললে, এতে একটি ৫০-মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।
Poco M4 Pro 5G : এম-সিরিজের অপর একটি মডেল অর্থাৎ পোকো এম৪ প্রো ৫জি -কে সেলে ১১,৪৯৯ টাকায় কেনা যাবে। এটিকে ১২,৯৯৯ টাকা মূল্যে লঞ্চ করা হয়েছিল। আলোচ্য ফোনটি - একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করে।
Poco M5 : আপনারা যদি সস্তায় একটি ৪জি হ্যান্ডসেট কিনতে ইচ্ছুক থাকেন, তবে পোকো এম৫ মডেলটি কেনার বিষয়ে ভেবে দেখতে পারেন। কেননা আসন্ন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এটিকে ১২,৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ১০,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। ফোনটি - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল এবং মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেটের সাথে এসেছে।
দ্রষ্টব্য : আপনারা চাইলে উল্লেখিত স্মার্টফোনগুলিকে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাসের সাথেও কিনতে পারেন। যার দরুন নির্বাচিত হ্যান্ডসেটকে আরও সস্তায় বাড়ি নিয়ে আসা যাবে৷