Nokia 2780 Flip ফোনের নতুন ভার্সন হিসাবে বাজারে আসছে HMD TA-1420

Update: 2024-09-19 16:26 GMT

নোকিয়া ফোন নির্মাতা HMD এখন একের পর এক Nokia-র বিভিন্ন ডিভাইসের রিব্র্যান্ডেড ভার্সন বাজারে নিয়ে আসছে। ইতিমধ্যেই তারা বেশ‌ কয়েকটি ফিচার ফোন ও স্মার্টফোন লঞ্চ করেছে। এখন আবার আমেরিকার FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, HMD, TA-1420 মডেল নম্বরের ফোনের রিব্র্যান্ডেড ভার্সন নিয়ে আসতে চলেছে। উল্লেখ্য, এই মডেল নম্বরের সাথে Nokia 2780 Flip ফোন ইতিমধ্যেই বাজারে উপলব্ধ।

নোকিয়ামোব এর রিপোর্ট অনুযায়ী, এইচএমডি ক্রমাগত নিজের ব্র্যান্ডের নাম ব্যবহার করে নোকিয়া ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ লঞ্চ করে চলেছে। এবার তারা Nokia 2780 Flip ফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সন আনার জন্য কাজ শুরু করেছে। এই ডিভাইসকে সম্প্রতি আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

সার্টিফিকেশন সাইটের ডেটাবেস খুঁজে দেখা গেছে TA-1420 মডেল নম্বর সহ নয়া এই ফ্লিপ ফোনের স্পেসিফিকেশন আগের অর্থাৎ Nokia 2780 Flip এর মতোই থাকবে। কয়েকটি ক্ষেত্রে যদিও পরিবর্তন করা হবে। যেমন নোকিয়া ফোনটি কাইওএস ৩.০ অপারেটিং সিস্টেমে চলতো, তবে TA-1420 মডেল নম্বরের HMD ডিভাইসটি কাইওএস ৩.১ অপারেটিং সিস্টেম সহ আসবে।

এছাড়া রিব্র্যান্ডেড ভার্সনে নতুন ওয়ালপেপার ও ইউআই দেখা যাবে। এছাড়া Nokia-র লোগো সরিয়ে HMD লেখা হবে। আর ব্যাটারি ও চার্জিং স্ক্রিনের স্টাইল বদল করা হতে পারে। উল্লেখ্য, Nokia 2780 Flip ফোনটি পিঙ্ক কালার সহ এসেছিল। এখন দেখার HMD-র ডিভাইসটি কোন কালারে আসে।

Tags:    

Similar News