নজর সরাতে পারবেন না, অসাধারণ ডিজাইন সহ Honor GT আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে

টিপস্টার পান্ডা ইজ বাল্ড, Honor GT এর হোয়াইট ভ্যারিয়েন্টের লাইভ ইমেজ এবং এর মুখ্য স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে।

Update: 2024-12-11 08:59 GMT

Honor GT এর লঞ্চের তারিখ ঘোষণা করা হল। আগামী 16 ডিসেম্বর চীনে সংস্থাটি এই গেমিং-কেন্দ্রিক এবং সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোনের উপর থেকে পর্দা সরাবে বলে নিশ্চিত করেছে। গত কয়েক সপ্তাহ ধরে স্মার্টফোনটি অনলাইনে টিজ করা হচ্ছিল। টিজার পোস্টার থেকে আসন্ন ডিভাইসের রিয়ার প্যানেলের ডিজাইন এবং রঙের অপশনের খুঁটিনাটি জানা গেছে। এছাড়া টিপস্টার পান্ডা ইজ বাল্ড, Honor GT এর হোয়াইট ভ্যারিয়েন্টের লাইভ ইমেজ এবং এর মুখ্য স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে।

Honor GT ফোনের হোয়াইট এডিশনের ছবি সামনে এল

অনার জিটি এর হোয়াইট এডিশন দেখতে বেশ সুন্দর। এর সামনের অংশে ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। ডিসপ্লের চারদিকে পাতলা বেজেল উপস্থিত। পিছনে, জিটি লোগো সহ আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে।

অনার জিটি স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট অনুযায়ী, অনার জিটি ফোনে ফ্ল্যাট ডিজাইন সহ 6.7 ইঞ্চি এলটিপিএস ওএলইডি প্যানেল থাকবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং উচ্চ ফ্রিকোয়েন্সি 3840Hz PWM ডিমিং সাপোর্ট করবে। এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ডিভাইসটি প্লাস্টিক ফ্রেম সহ আসবে।

এই ফোনে 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যেখানে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। ফোনটি মাত্র 7.7mm পুরু হবে এবং এর ওজন হবে 186 গ্রাম।

এদিকে অনার জিটি একাধিক কনফিগারেশনে আসবে বলে নিশ্চিত করা হয়েছে - 12 জিবি + 256 জিবি, 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 512 জিবি এবং 16 জিবি + 1 টিবি। আইস ক্রিস্টাল হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং অরোরা গ্রিন, এই তিনটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

Tags:    

Similar News