চোখের নিমেষে চার্জ হবে, 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার Motorola ফোন আজ 3500 টাকা ছাড়ে
ফ্লিপকার্টে চলমান সুপার ভ্যালু ডেজ সেলে Motorola Edge 50 Pro সেরা ডিল সহ কেনা যাবে। এর 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সেলে 31,999 টাকায় পাওয়া যাবে। 18 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি 3500 টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যাঙ্ক অফারেও কিনতে পারবেন।
আপনি যদি মোটোরোলা ফোনের ফ্যান হন এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নতুন ডিভাইস কিনতে চান, তাহলে Motorola Edge 50 Pro 5G আপনার জন্য সঠিক বিকল্প হতে পারে। এই স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট। আর এই মুহূর্তে ফ্লিপকার্টে চলমান সুপার ভ্যালু ডেজ সেলে এটি সেরা ডিল সহ কেনা যাবে। এর 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সেলে 31,999 টাকায় পাওয়া যাবে। 18 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি 3500 টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যাঙ্ক অফারেও কিনতে পারবেন।
এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে 2500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ 31,300 টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Motorola Edge 50 Pro এর বৈশিষ্ট্য বা বিশেষত্ব
মোটোরোলার এই ফোনে 6.7 ইঞ্চি 1.5K pOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত।
এই ক্যামেরাগুলি হল 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে IP68 জল এবং ধুলো প্রতিরোধী রেটিংও আছে।