Poco C75 5G vs Moto G35 5G: বাজারে 8 থেকে 10 হাজার টাকার মধ্যে ভালো 5G ফোন কোনটি
Poco C75 5G vs Moto G35 5G: কম দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন Poco C75 5G এবং Moto G35 5G। ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজের নিরিখে দুই ফোনের মধ্যে সেরা কোনটা? রইল দাম ও ফিচারের সম্পূর্ণ তুলনা।
গতকাল ভারতে লঞ্চ হয়েছে Poco C75 5G স্মার্টফোন। একে এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। দাম বেশ কম। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4s Gen 2 প্রসেসর, HD ডিসপ্লে-সহ একাধিক ফিচার। বাজারে এই ফোনকে চ্যালেঞ্জ দিতে পারে Moto G35 5G। দাম ও ফিচারের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে, চলুন জেনে নেওয়া যাক।
Poco C75 5G বনাম Moto G35 5G
ডিসপ্লে : পোকোর ফোনে রয়েছে ৬.৮৮ ইঞ্চি HD+ ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিটস পিক ব্রাইটনেস। মোটোরোলার ফোনে পাওয়া যাবে ৬.৭২ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, ১০০০ নিটস ব্রাইটনেস ও গরিলা গ্লাস।
প্রসেসর : পোকো C75 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 4s Gen 2 চিপ। আর Moto G35 5G ফোনে রয়েছে Unisoc T760 প্রসেসর।
স্টোরেজ : পোকোর ফোনে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। SD কার্ড দিয়ে স্টোরেজ বাড়াতে পারবেন ১ টিবি। মোটোর ফোনে পাওয়া যাবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এরও স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের বাড়ানো যাবে ১ টিবি পর্যন্ত।
ক্যামেরা : পোকো C75 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মোটো G35 5G হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
ব্যাটারি ক্যাপাসিটি : পোকোর ফোনে ৫১৬০mAh ব্যাটারি ক্যাপাসিটি ও ১৮ ওয়াট চার্জিং রয়েছে। মোটোর ফোনে ৫০০০mAh ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জিং পাবেন।
দাম : ভারতে Poco C75 5G ফোনের দাম শুরু ৭,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, Moto G35 5G ফোনের দাম শুরু ৯,৯৯৯ টাকা থেকে।