Realme 14x 5G দুর্দান্ত ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, গরম জলে পড়ে গেলেও নষ্ট হবে না

রিয়েলমি 14x 5G দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে - 6GB + 128GB এবং 8GB + 128GB। এরমধ্যে 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। যেখানে 8GB RAM ভ্যারিয়েন্ট কিনতে ভারতে খরচ করতে হবে 15,999 টাকা। সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোর, অফলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে এটির সেল শুরু হবে।

Update: 2024-12-18 10:30 GMT

ভারতে লঞ্চ হল রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme 14x 5G। এর দাম রাখা হয়েছে 15,000 টাকার কাছাকাছি। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফিচারের কথা বললে এই ফোনে এইচডি + আইপিএস এলসিডি ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। আবার Realme 14x 5G ডিভাইসে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি ও ডাইমেনসিটি 6300 প্রসেসর। আসুন ডিভাইসটির দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme 14x 5G এর ভারতে দাম

রিয়েলমি 14x 5G দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে - 6GB + 128GB এবং 8GB + 128GB। এরমধ্যে 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। যেখানে 8GB RAM ভ্যারিয়েন্ট কিনতে ভারতে খরচ করতে হবে 15,999 টাকা। সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোর, অফলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে এটির সেল শুরু হবে।

লঞ্চ অফার হিসেবে এই ফোনের সাথে 1,000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। এটি ব্যাঙ্ক অফার হিসেবে পাওয়া যাবে। এর পাশাপাশি ডিভাইসটি ইএমআই-এ কেনা যাবে।

Realme 14X 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

রিয়েলমি 14x 5G ফোনের সামনে দেখা যাবে 720×1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি এইচডি + আইপিএস এলসিডি প্যানেল। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর ও স্টোরেজ

ডিভাইসটি 8 জিবি এলপিডিডিআর4এক্স র‌্যাম এবং 128 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে আর্ম মালি-জি 57 এমসি 2 জিপিইউ সহ ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য রিয়েলমি 14x 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর সামনে সেলফির জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটি

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই রিয়েলমি ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

অন্যান্য ফিচার

এই স্মার্টফোনে IP68 + IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিন পাওয়া যাবে।

Tags:    

Similar News