6000 টাকার কমে স্মার্টফোন, Poco C61 এখন আরও সস্তা, রয়েছে 5000mAh ব্যাটারি
এন্ট্রি-লেভেল Poco C61 স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস পিক ব্রাইটনেস সহ 6.71-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3।
পোকো সম্প্রতি ভারতে তাদের নতুন বাজেট ফোন Poco C61 লঞ্চ করেছে। কম দামে শক্তিশালী ফিচারের ফোন খুঁজে থাকলে এটি আপনার জন্য সেরা হতে পারে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে 6000 টাকার কম দামে কেনা যাবে। এর পাশাপাশি এই পোকো ডিভাইসে 90Hz রিফ্রেশ রেট সহ একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে 5000mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। পারফরম্যান্সের জন্য Poco C61 ফোনে মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি এখন বিশেষ ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাচ্ছে। আসুন স্মার্টফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক
এই অফারগুলির সাথে Poco C61 কিনুন
এই পোকো ফোনের 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 টাকা। আবার এই ডিভাইসটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এটি ডায়মন্ড ডাস্ট ব্ল্যাক, ইটারনাল ব্লু এবং মিস্টিকাল গ্রিন কালারে পাওয়া যাবে।
Poco C61 এর স্পেসিফিকেশন
এন্ট্রি-লেভেল এই স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস পিক ব্রাইটনেস সহ 6.71-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3। এতে মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক এমআইইউআই সফ্টওয়্যার স্কিন পাওয়া যাবে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য পোকো C61 ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ এসেছে, যা 10W চার্জিং সাপোর্ট করে।