Realme P3 Ultra বাজেটের মধ্যে দেবে প্রিমিয়াম ফিল, 12 জিবি র্যামের সাথে থাকবে গ্লাস ব্যাক প্যানেল
Realme P3 Ultra ডিভাইসটি সেইসব ক্রেতাদের জন্য আদর্শ হবে যারা বেশি র্যাম ও স্টোরেজ খোঁজ করে। কারণ এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
রিয়েলমি আগামী মাসে ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Realme P3 Ultra লঞ্চ করতে পারে। নয়া রিপোর্ট অনুযায়ী এটি রিয়েলমি P সিরিজের লেটেস্ট মডেল হবে। এটি অক্টোবরে আসা রিয়েলমি P1 স্পিডের উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি P3 আল্ট্রা পারফরম্যান্স-ফোকাসড ডিভাইস হবে। নতুন ফোনটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং একটি প্রিমিয়াম ডিজাইন অফার করবে।
Realme P3 Ultra ভারতে লঞ্চ হতে চলেছে
91মোবাইলস এর এই রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি P3 আল্ট্রা আগামী মাসের শেষের দিকে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। আর 2025 সালের জানুয়ারিতে আসতে থাকা এই ফোনের মডেল নম্বর RMX5030। ডিভাইসটি সেইসব ক্রেতাদের জন্য আদর্শ হবে যারা বেশি র্যাম ও স্টোরেজ খোঁজ করে। কারণ এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন আল্ট্রা মডেলটি বেস ও প্রো মডেলের পাশাপাশি P3 পরিবারের অংশ হয়ে উঠবে। এই হ্যান্ডসেটে গ্লাস ব্যাক প্যানেল থাকবে এবং গ্রে কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিভাইসটি সম্পর্কে অন্যান্য তথ্য এই মুহূর্তে সামনে আসেনি।
Realme P2 Pro এর স্পেসিফিকেশন
চলতি বছরে আসা স্মার্টফোনে 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 2000 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন লেয়ার। হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর দ্বারা চালিত এবং এটি 12 জিবি র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমিইউআই 5 সফ্টওয়্যার স্কিনে চলবে।
ক্যামেরা সেটআপের কথা বললে, ব্যাক প্যানেলে ওআইএসের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।