Honor Magic 7 Series Launched: অনার ম্যাজিক ৭ ও ম্যাজিক ৭ প্রো বাজার কাঁপাতে লঞ্চ হল, স্যাটেলাইট কমিউনিকেশন সহ রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
Honor Magic 7 Series Launched - অনার ম্যাজিক ৭ ফোনে আছে ৫,৬৫০ এমএএইচ ব্যাটারি। যেখানে প্রো মডেলে ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
অনার ম্যাজিক ৭ সিরিজ প্রত্যাশা মতোই আজ চীনে লঞ্চ হল। এই সিরিজের অধীনে দূটি ফোন বাজারে এসেছে - অনার ম্যাজিক ৭ (Honor Magic 7) ও অনার ম্যাজিক ৭ প্রো (Honor Magic 7 Pro)। উভয় ডিভাইস অনার ম্যাজিক ৬ ও অনার ম্যাজিক ৬ প্রো এর উত্তরসূরি হিসেবে এসেছে। আর অনার ম্যাজিক ৭ ও ম্যাজিক ৭ প্রো স্মার্টফোনে পাওয়া যাবে স্যাটেলাইট কানেক্টিভিটি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি ডিসপ্লে ও একাধিক এআই ফিচার। নতুন সিরিজের হ্যান্ডসেট দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অনার ম্যাজিক ৭ ও অনার ম্যাজিক ৭ প্রো দাম ও উপলব্ধতা - Honor Magic 7 Series Price & Availablity
অনার ম্যাজিক ৭ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা)। আর এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৬০০ টাকা), ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৯,০০০ টাকা) ও ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৪,৯০০ টাকা)।
অনার ম্যাজিক ৭ প্রো
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: দাম ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৬৭,২০০ টাকা)।
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ: দাম ৬,১৯৯ ইউয়ান (প্রায় ৭৩,১০০ টাকা)।
১৬ জিবি র্যাম + ১টিবি স্টোরেজ: দাম ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৭৯,০০০ টাকা)।
অনার ম্যাজিক ৭ পাঁচটি দুর্দান্ত কালারে এসেছে - সানরাইজ গোল্ড, মুন শ্যাডো গ্রে, স্নো হোয়াইট, স্কাই ব্লু, ভেলভেট ব্ল্যাক। আর অনার ম্যাজিক ৭ প্রো মুন শ্যাডো গ্রে, স্নো হোয়াইট, স্কাই হোয়াইট ও ভেলভেট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আগামী ৮ নভেম্বর থেকে স্মার্টফোন দুটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।
অনার ম্যাজিক ৭ সিরিজের প্রতিদ্বন্দ্বী
অনার ম্যাজিক ৭ সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যেই বাজারে উপস্থিত আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ শাওমি ১৫ সিরিজ, আইকো ১৩ ফোন।
অনার ম্যাজিক ৭ ও ম্যাজিক ৭ প্রো: স্পেসিফিকেশন ও ফিচার - Honor Magic 7 Series Specifications
ডিসপ্লে
অনার ম্যাজিক ৭ ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি আল্ট্রা ন্যারো ফ্লাট ওএলইডি ডিসপ্লে। অন্যদিকে ম্যাজিক ৭ প্রো মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চি কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে। উভয় ডিসপ্লে ১-১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট, ৫,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস করবে। ফলে এই সিরিজের ডিভাইসগুলির ডিসপ্লে সর্বোচ্চ ব্রাইটনেস দেবে। চোখের সুরক্ষার জন্য এতে অনার এআই ওএসিস আই কেয়ার টেকনোলজি উপস্থিত।
প্রসেসর ও অপারেটিং সিস্টেম
অনার ম্যাজিক ৭ ও ম্যাজিক ৭ প্রো ডিভাইসে অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ সহ ৩ এনএম প্রসেসের উপর ভিত্তি করে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ডিভাইস দুটিতে আল্ট্রা ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম উপস্থিত, যা গেমিং বা ভারী কাজের সময় তাপ নিয়ন্ত্রণ করবে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে।
এআই ফিচার
ম্যাজিকওএস ৭ কাস্টম ওএসে ইয়োইয়ো স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক এআই নির্ভর ফিচার উপস্থিত। এর মাধ্যমে একটি কমান্ডেই অ্যাপের নোটিফিকেশন বা সাবস্ক্রিপশন নিয়ন্ত্রণ করা যাবে। আবার নিরাপদ ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেট দুটিতে এআই ফেস সোয়াপ ডিটেকশন ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ক্যামেরার জন্য এআই ঈগল আই বার্স্ট, সুপার পোর্ট্রেট মোড এবং এআই-পাওয়ার্ড ইমেজ এনহ্যান্সমেন্ট ফিচার পাওয়া যাবে।
ক্যামেরা
অনার ম্যাজিক ৭ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল (ওমনিভিশন ওভিএইচ৯০০০) আল্ট্রা-ডায়নামিক ঈগল আই প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম ও ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।
অবার অনার ম্যাজিক ৭ প্রো তে আছে পরিবর্তনশীল অ্যাপারচার (এফ / ১.৪-এফ / ২.০) সহ ৫০ মেগাপিক্সেল (ওমনিভিশন ওভিএইচ৯০০০) প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (স্যামসাং এস৫কেএইচপি ৩)। শেষের ক্যামেরা সেন্সরে ১০০এক্স ডিজিটাল জুম এবং ওআইএস সাপোর্ট করবে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য অনার ম্যাজিক ৭ সিরিজে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। প্রো মডেলে অতিরিক্ত টিওএফ (ToF) ডেপ্থ সেন্সিং ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
অনার ম্যাজিক ৭ ফোনে আছে ৫,৬৫০ এমএএইচ ব্যাটারি। যেখানে প্রো মডেলে ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারি লাইফ বাড়াতে এগুলিতে কিউনঘাই লেক ব্যাটারি টেকনোলজি, এ২ চিপ রয়েছে।
অন্যান্য ফিচার
অনার ম্যাজিক ৭ সিরিজে থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ভিজে হাতেও লক খোলা যাবে বলে অনার দাবি করেছে। এছাড়া ডিভাইস দুটিতে আইপি৬৮/ আইপি৬৯ রেটিং, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ডিটিএস আল্ট্রা টেকনোলজি, টিআনটং স্যাটেলাইট কমিউনিকেশন ও ১০এক্স ড্রপ রেজিস্ট্যান্স।