চমকের পর চমক, iPhone 16 সিরিজের সমস্ত মডেলেই থাকবে এই বিশেষ ফিচার, পছন্দ করছে না অনেকেই

By :  SUPARNA
Update: 2023-12-01 14:35 GMT

Apple কোন নতুন ফিচারের সাথে তাদের হ্যান্ডসেট লঞ্চ করবে তা দেখার জন্য প্রত্যেক বছরই ফ্যানেরা অপেক্ষা করে থাকে। চলতি বছরে আত্মপ্রকাশ করা iPhone 15 সিরিজে বেশ কয়েকটি আপগ্রেডেশন দেখা গেছে। এই তালিকায় সামিল রয়েছে - ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট (লাইটনিং পোর্টের পরিবর্তে)। তবে টিম কুকের সংস্থাটি আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তনও অন্তর্ভুক্ত করেছিল তাদের এই লেটেস্ট সিরিজে। টেক জায়ান্টটি iPhone 15 এবং iPhone 15 Plus মডেলে মিউট সুইচ (Mute Switch) এর পরিবর্তে অ্যাকশন বাটন (Action Button) দিয়েছে। ফলে মনে করা হচ্ছিলো, আসন্ন iPhone 16 সিরিজের বেস মডেলেও হয়তো অ্যাকশন বাটন থাকবে। তবে এখন খবর পাওয়া যাচ্ছে যে, শুধুমাত্র বেস মডেল না বরং উক্ত সিরিজের প্রত্যেকটি মডেলেই অ্যাকশন বাটন থাকতে পারে।

iPhone 16 সিরিজের প্রত্যেকটি মডেলে Mute Switch বদলে Action Button দেওয়ার পরিকল্পনায় আছে Apple

ম্যাকরুমার্স (Macrumors) -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, অ্যাপল তাদের আপকামিং আইফোন ১৬ সিরিজের প্রত্যেকটি মডেলে মিউট সুইচের পরিবর্তে নতুন অ্যাকশন বাটন দেওয়ার পরিকল্পনা করছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থাটি এবার বেশকয়েকটি আপগ্রেডেড ফিচার যুক্ত করতে পারে অ্যাকশন বাটনে। এক্ষেত্রে অ্যাপল এই বাটনকে একটি মেকানিকাল বাটন হিসাবে না রেখে ক্যাপাসিটিভ-কী -তে পরিবর্তিত করতে পারে। এছাড়া জানা যাচ্ছে, নতুন অ্যাকশন বাটন - আন্ডার প্রেসার সেন্সিং সেন্সর এবং আইফোন ৭ মডেলের ন্যায় টাচ আইডি ফিচার পেতে পারে। অ্যাকশন বাটনের এই নতুন সংস্করণের কোডনেম 'অ্যাটলাস' (Atlas) রাখা হবে বলেই উল্লেখ আছে রিপোর্টে।

তবে উল্লেখিত তথ্যাদি যেহেতু সংস্থা দ্বারা এখনো নিশ্চিত করা হয়নি এবং পুরোটাই প্রি-প্রোডাক্ট তথ্য ভিত্তিক, সেহেতু আইফোন ১৬ সিরিজে ব্যবহৃত মূল অ্যাকশন বাটনের বৈশিষ্ট্য ও কার্যকারিতা কিছুটা ভিন্ন হলেও হতে পারে।

জানিয়ে রাখি অ্যাকশন বাটন একাধিক কার্যকরী তথা কাস্টমাইজড বিকল্প অফার করে থাকে। যেমন - ফ্ল্যাশলাইট টগল করা, শর্টকাট খোলা ইত্যাদি।

iPhone 16 সিরিজে Action Button দেওয়ার খবরে অখুশি ব্যবহারকারীরা

মিউট সুইচ সরিয়ে নতুন অ্যাকশন বাটন দেওয়ার বিষয়টি বহু আইফোন ব্যবহারকারী ভালো চোখে দেখছে না। যদিও মিউট সুইচের থেকে এই নয়া বাটনটি অধিক কার্যকর ফিচার অফার করে। তাসত্ত্বেও কিছু ব্যবহারকারীরা পুরানো ফিজিক্যাল সুইচটিই ব্যবহার করতে অধিক পছন্দ করছেন বলে জানিয়েছেন। আসলে অ্যাকশন বাটন একাধিক ফিচারের সাথে আসায় একটু জটিল। যেখানে কিনা মিউট সুইচের একটাই কাজ আইফোন সাইলেন্ট মোডে সেট করা। মনে হচ্ছে, ব্যবহারকারীরা সহজ সরল ফিচারের উপর একটু বেশিই আস্থা রাখছেন।

Tags:    

Similar News