নতুন নতুন ফিচার সহ এই iPhone মডেলগুলিতে আসছে iOS 18 আপডেট, দেখুন লিস্ট
Apple সম্প্রতি iPhone 16 সিরিজের চারটি মডেল লঞ্চ করেছে - iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। এর পাশাপাশি লঞ্চ ইভেন্টে, সংস্থাটি আইফোনের নতুন অপারেটিং সিস্টেম iOS 18 এর ঘোষণা করেছে। আগামী সপ্তাহ থেকে আইফোন ব্যবহারকারীরা এই নয়া ওএস এর আপডেট পেতে শুরু করবে।
iOS 18 অপারেটিং সিস্টেমে এআই চালিত ফিচার যোগ করা হয়েছে। আর এতে চ্যাটজিপিটি চালিত সিরি অ্যাসিস্ট্যান্টের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। অ্যাপল জানিয়েছে যে iOS 18 আপডেট প্রথমে আইফোন 16 সিরিজে আসবে। এর পরে পুরানো ডিভাইসগুলির জন্য নয়া ওএস রোল আউট করা হবে।
আরও পড়ুন : পুজো উপলক্ষে বৈদ্যুতিক গাড়ির দাম 3 লক্ষ টাকা কমাল Tata, 6 মাসের চার্জিং পুরো ফ্রি!
কোন কোন iPhone মডেলে iOS 18 আপডেট আসবে
শুরুতে 25টিরও বেশি আইফোনে আইওএস 18 আপডেট পৌঁছে দেবে অ্যাপল। এই তালিকায় আছে আইফোন 16 সিরিজ থেকে শুরু করে আইফোন এসই (2nd Gen)। চলুন আইওএস 18 আপডেট কোন কোন আইফোনে আসছে দেখৈ নেওয়া যাক -
- iPhone 16
- iPhone 16 Plus
- iPhone 16 Pro
- iPhone 16 Pro Max
- iPhone 15
- iPhone 15 Plus
- iPhone 15 Pro
- iPhone 15 Pro Max
- iPhone 14
- iPhone 14 Plus
- iPhone 14 Pro
- iPhone 14 Pro Max
- iPhone 13
- iPhone 13 mini
- iPhone 13 Pro
- iPhone 13 Pro Max
- iPhone 12
- iPhone 12 Mini
- iPhone 12 Pro
- iPhone 12 Pro Max
- iPhone 11
- iPhone 11 Pro
- iPhone 11 Pro Max
- iPhone Xs
- iPhone Xs Max
- iPhone XR
- iPhone SE (2nd Gen ও তারপর)
কখন iOS 18 আপডেট পাওয়া যাবে?
আরও পড়ুন : Samsung Galaxy A16 5G দুরকম প্রসেসর সহ বাজারে আসছে, থাকবে পাওয়ারফুল ব্যাটারি
আইওএস 18 অপারেটিং সিস্টেমের রোল আউট শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে। এতে হোম স্ক্রিন থেকে শুরু করে লক স্ক্রিন ও কন্ট্রোল সেন্টার সবকিছুই কাস্টমাইজ করা যাবে। এছাড়া নতুন ভিজ্যুয়াল এফেক্টস, ডার্ক ও টিন্টেড থিম পাওয়া যাবে। আর আগামী মাস থেকে এআই ফিচারের বেটা টেস্টিং শুরু হবে।